May 20, 2024, 6:39 pm
ব্রেকিং নিউজ

সরকারের অধীনে মানুষ আবারও নির্বাচন প্রত্যাখ্যান করেছে: গণতন্ত্র মঞ্চ

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Friday, May 10, 2024
  • 19 দেখা হয়েছে

রংপুর প্রতিনিধি:
গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেছেন, এই সরকারের অধীনে মানুষ আবারও নির্বাচন প্রত্যাখ্যান করেছে। শুক্রবার সন্ধ্যায় রংপুরে শহরের গুপ্ত পাড়ার সুমি কমিউনিটি সেন্টারে গণতন্ত্র মঞ্চের রংপুর বিভাগীয় প্রতিনিধি সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন।

রংপুর জেলা গণতন্ত্র মঞ্চের সমন্বায়ক, গণসংহতি আন্দোলন রংপুর জেলা সমন্বয়কারী তৌহিদুর রহমানের সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও মঞ্চের বর্তমান সমন্বায়ক জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বায়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য মুফাখখরুল ইসলাম নবাব, ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক বাবুল বিশ্বাস অংশ নেন।
প্রতিনিধি সভায় গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ বলেন, ৭ জানুয়ারির ডামি নির্বাচনে রাজনৈতিক সংকটের কোনো সমাধান হয়নি, বরং রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হয়েছে। বিরোধীদেরকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে সরকার গোটা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তার রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে নজিরবিহীন দমন-পীড়ন অব্যাহত রেখেছে। সরকারের ‘দমন করে শাসন’ করার এই কৌশল রাজনীতিতে বিরোধ-বিভাজন, প্রতিহিংসা-প্রতিশোধের সংস্কৃতিকে আরও বাড়িয়ে তুলছে। এই ধারা চলতে দিলে দেশ অনিবার্য বিপর্যয়ের খাদে নিপতিত হবে।

তারা বলেন, কথিত এই ডামি নির্বাচন সরকারকে ক্ষমতা টিকিয়ে রাখার রাজনৈতিক ও নৈতিক বৈধতাও দেয়নি। সে কারণে এই সরকার যত প্রলম্বিত হবে, দেশের বহুমাত্রিক সংকট ততো বৃদ্ধি পাবে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102