November 13, 2024, 12:56 pm
ব্রেকিং নিউজ

বঙ্গোপসাগরে ধরা পড়ল ২০ লাখ টাকার লাক্ষা

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Saturday, March 16, 2024
  • 54 দেখা হয়েছে

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের ইন্দুরকানী থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া একটি ট্রলারের জালেই ধরা পড়েছে ২০ লাখ টাকার লাক্ষা মাছ। ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পূর্ব চরবলেশ্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. দুলাল ফকিরের সাগরগামী ইঞ্জিন ট্রলারে ধরা পড়েছে মাছগুলো।

ট্রলারের জেলেরা জানান, সাগরে যাওয়ার পর মাত্র দুই বার জাল ফেলে ৯২টি লাক্ষা মাছ ধরতে সক্ষম হয়েছেন তারা। যার প্রতিটির ওজন ৭ থেকে ২০ কেজি পর্যন্ত। একবার সাগরে গিয়ে ফিরতে তাদের দুই সপ্তাহ সময় লাগে। তবে, এবার সাগরে গিয়ে মাত্র ৫ দিনের ব্যবধানের মধ্যেই পাড়েরহাট মৎস্য বন্দরে তাদের ফিরে আসতে হয়েছে মাছগুলো নিয়ে।

মৎস্য বন্দরের ট্রলার মালিক দুলাল ফকির জানান, পর পর কয়েকবার সাগরে ট্রলার পাঠিয়েও তাদের লোকসান গুনতে হয়েছে। তবে এবার ভালো মাছ পাওয়ায় আগের ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন জেলেরা।

পাড়েরহাট মৎস্য বন্দরের আড়তদার মো. আবু আলী বলেন, দুই টানেই ৯২টি লাক্ষা মাছ ধরা পড়েছে। যার প্রতিটির ওজন ৭-২০ কেজির মধ্যে। ৯২টি লাক্ষা মাছ ২০ লাখ টাকায় বিক্রি হয়েছে আড়তে।

পাড়েরহাট মৎস্য বন্দর সমিতির সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন জানান, শুক্রবার রাতে মাছগুলো পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্রে পাইকারি ক্রেতাদের কাছে বিক্রির পর চট্টগ্রামে পাঠানো হয়েছে। অন্যান্য মাছের তুলনায় লাক্ষার চাহিদা এবং দাম বাজারে একটু বেশি।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102