November 13, 2024, 11:03 am
ব্রেকিং নিউজ

গাইবান্ধায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ’বাংলা পঠন প্রতিযোগিতা’

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Wednesday, February 21, 2024
  • 88 দেখা হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গাইবান্ধায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ‘ বাংলা পঠন প্রতিযোগিতা’। শিক্ষার্থীদের বাংলা পঠন দক্ষতা বৃদ্ধির মাধ্যমে স্বাধীন পাঠক হিসেবে গড়ে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য।

জেলার ১ হাজার ৪৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
বুধবার গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহায়তায় ইউএসএআইডি-এর এসো শিখি প্রকল্পের আয়োজনে বাংলা পঠন প্রতিযোগিতাে শুরু হয়েছে। প্রতিযোগিতা সকাল ১০টায় শুরু হয়ে চলে দুপুর ২টা পর্যন্ত।

সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রতিযোগিতার সূচনা হয়। পরে একই উপজেলার নলডাঙ্গা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠান দুটির প্রথম থেকে পঞ্চম শ্রেণির চার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

এসময় উপস্থিত ছিলেন ইউএসএআইডির এসো শিখি প্রকল্পের সিনিয়র কমিউনিকেশন ম্যানেজার অর্পণা ঘোষ, প্রকেল্পর উপজেলা কো-অর্ডিনেটর সাহিদা সুলতানা ও মিজানুর রহমান, কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহিদুল ইসলাম এবং নলডাঙ্গা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন সুলতানা, শিক্ষক ও প্রকল্প সংশ্লিষ্টরা।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102