September 19, 2024, 2:12 am
ব্রেকিং নিউজ

মুন্সি আব্দুর রশিদ-জমিলা খাতুন ফাউন্ডেশনের বৃত্তি ও সনদ প্রদান

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Saturday, February 10, 2024
  • 68 দেখা হয়েছে

হোসেন মনির:

কুমিল্লা বরুড়া খোশবাস ইউনিয়নে  ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রতি ক্লাসে ৩টি ক্যাটাগরিতে  মোট ৫০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করেছে মুন্সি আব্দুর রশিদ-জমিলা খাতুন ফাউন্ডেশন। শনিবার (১০ জানুয়ারী) সকাল ১১টায় আনন্দঘন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মুন্সি আব্দুর রশিদ-জমিলা খাতুন ফাউন্ডেশনের কার্যালয়ে ছাত্র-ছাত্রীদের এই বৃত্তি ও সম্মাননা  গোলাম মোস্তফা ফেরদৌস এর সভাপতিত্বে সনদ দেন বরুড়া উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান ভূঁইয়া,খোশবাস উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নুরুল ইসলাম, কবি ও সাংবাদিক মাহফুজ জুয়েল, ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন নিপু,অনুষ্ঠানের সম্বনয়ক ও খোশবাস বার্তা’র সম্পাদক মো. ইউনুছ খান, বীরমুক্তিযোদ্ধা সামছুল হক, অবসরপ্রাপ্ত শিক্ষক সামছুল আবেদীন মাহতাব প্রমুখ।

ইউনুছ খানের উপস্থাপনায় মেধাবী ছাত্রছাত্রীদের নাম ঘোষণা করেন, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মো. রফিকুল আলম পাটোয়ারী।

উল্লেখ্য, ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রতি ক্লাসে ৩টি ক্যাটাগরিতে ১৫ জন মেধাবী ও ৩৫ জন কে সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হয়। প্রথম জন কে ৩৫০০ টাকা ও সনদ, দ্বিতীয় জনকে ২৩০০ টাকা ও সনদ, তৃতীয় জনকে ১২০০ টাকা, সাধারণ ক্যাটাগরিতে ৩৫ জন কে ৬০০হারে মোট ৫৬ হাজার টাকা প্রদান করা হয়।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102