May 4, 2024, 11:19 am
ব্রেকিং নিউজ

খুলনার বিপক্ষে ৩৪ রানে জয় পেয়েছে কুমিল্লা

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Wednesday, February 7, 2024
  • 40 দেখা হয়েছে

স্পোর্টস ডেস্ক :বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে তেমন হাই-স্কোরিং ম্যাচ হচ্ছে না। বেশিরভাগ ম্যাচে রান হচ্ছে ১৪০-১৫০। বুধবার মিরপুরে ১৪৯ রান করেও খুলনার বিপক্ষে ৩৪ রানে জয় পেয়েছে কুমিল্লা।

খেলা শেষে লো-স্কোরিং ম্যাচ নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক লিটন কুমার দাস বলেন, ঢাকার উইকেটে ১৮০ রানই তো হচ্ছে না। ২০০ রান কিভাবে হবে। আমার প্রশ্ন টি-টোয়েন্টিতে ২০০ রান কি হতেই হবে? মানুষ মাঠে আসে খেলা উপভোগ করতে। সেটা ছয়-চারে হতে পারে, উইকেটও হতে পারে।

লিটন আরও বলেন, ধরেন এক টিম ২০০ রান করল, আরেক টিম আউট ১১০ রানে, তাহলে খেলার মজা হবে না। যদি ১৫০ রান হয়, এই রান করতে প্রতিপক্ষ দলকে শ্বাসরুদ্ধকর লড়াই করতে হয় তাহলে দর্শক আনন্দ পাবেন।

লিটন বলেন, ভালো ক্যালকুলেটিভ রিস্ক নিয়ে খেললে মিরপুরের এই মাঠেও ভালো করা সম্ভব। আজকে ১৭০ রান হওয়ার মতো উইকেট ছিল। আমরা মিডল ওভারে রান বের করতে পারিনি। এখানে আমাদের কিছু ঘাটতি আছে। বাংলাদেশ দলেও এটা আছে। আমি এখনো শেখার পর্যায়ে আছে। বিপিএল থেকে শিখে যাব কিভাবে মিডল ওভারে খেলতে হবে।

লিটন আরও বলেছেন, আমি কিছু বললে কি উইকেট চেঞ্জ হবে? আমি যদি বলি, কালকের ম্যাচে ২০০ রানের উইকেট দেন, দিতে পারবে? ১৫০ রানের উইকেটে আমরা কিভাবে ১৫০ রান করতে পারি এটাও একটা চ্যালেঞ্জ। আপনি সব সময় টি-টোয়েন্টিতে ২০০ রানের উইকেট পাবেন না। আমার কাছে মনে হয় এটা ১৫০ রানের উইকেট।

৬ ম্যাচে ৪ জয়ের ফলে ৮ পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের ৩য় স্থানে রয়েছে লিটনের কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102