September 19, 2024, 12:24 am
ব্রেকিং নিউজ

নীলফামারী সদরে স্ত্রী ও দুই মেয়েকে হত্যার পর ছুরি দিয়ে নিজেই আত্মহত্যার চেষ্টা

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Friday, February 2, 2024
  • 65 দেখা হয়েছে

অনলাইন ডেস্ক :
নীলফামারী সদরে স্ত্রী ও দুই মেয়েকে হত্যার পর ছুরি দিয়ে নিজেই আত্মহত্যার চেষ্টা করেছেন স্বামী আশিকুর রহমান মোল্লা। শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার চড়াইখোলা ইউনিয়নের টেক্সটাইল এলাকার মোল্লাপাড়ায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন— আশিকুর রহমান মোল্লার স্ত্রী তহুরা বেগম (৩৫), তার দুই সন্তান আয়শা আক্তার (৮) ও জেরিন আক্তার (৫)।

পুলিশ জানায়, স্ত্রী ও দুই মেয়েকে হত্যার পর ছুরি দিয়ে নিজেই আত্মহত্যার চেষ্টা করেন আশিকুর। তাকে চিকিৎসার জন্য প্রথমে নীলফামারী জেনারেল হাসপাতাল এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সুপার গোলাম সবুর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকাসক্ত ও ঋণগ্রস্ত ছিলেন আশিকুর রহমান মোল্লা। এ কারণেই হয়তো তিনি এ হত্যাকাণ্ড ঘটান।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102