আল আমিন মিলন, আত্রাইপ্রতিনিধি :
নওগাঁর আত্রাই উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা উন্নয়ন তহবিল হতে দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যানের কার্যালয়ে ২০২৩-২৪অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম এর সভাপতিত্বে উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের মোট ২০জন দরিদ্র বেকার নারীদের মাঝে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে এই সেলাই মেশিনগুলো বিতরণ করা হয়।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো.এবাদুর রহমান,উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, নারি উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত ওয়ার্ড মহিলা মেম্বার মোছা:সেফালী খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।