May 4, 2024, 1:41 am
ব্রেকিং নিউজ

নেত্রকোণায় সিএনজিচালকদের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে সড়ক অবরোধ

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Tuesday, January 23, 2024
  • 53 দেখা হয়েছে

নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোণায় সিএনজি চালকদের বিরুদ্ধে ঘনঘন মামলা দেওয়াকে কেন্দ্র করে ক্ষুব্ধ শ্রমিকরা ট্রাফিক পুলিশকে মারধর এবং সড়ক অবরোধ করেছে।সোমবার (২২জানুয়ারি) কুরপাড় পেট্রোল পাম্পের সামনের সড়কে এ মারধর এবং সড়ক অবরোধের ঘটনা ঘটে।

নেত্রকোণা জেলা অটো টেম্পু, অটো রিকশা ও সিএনজি চালক শ্রমিক ইউনিয়নের সাবেক সহ সভাপতি মো. আনোয়ার হোসেনসহ অন্যান্য চালকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, নেত্রকোণা জেলার ট্রাফিক ইন্সপেক্টর মৃদুল রঞ্জন দাস দায়িত্বে আসার পর থেকেই ট্রাফিক পুলিশ জেলা শহরের রাস্তার মোড়ে মোড়ে গাড়ি থামিয়ে নানা অজুহাতে একই গাড়ির বিরুদ্ধে মাসে ৩/৪ বার মামলা দিচ্ছেন।

তারা জানান, বর্তমান দূরমূল্যের বাজারে সিএনজি চালকরা পরিবার পরিজন নিয়ে জীবন চালাতে যেখানে হিমশিম খাচ্ছে, সেখানে আবার মড়ার ওপর খাড়ার ঘাঁ হিসেবে আবির্ভূত হয়েছে (টিআই) মৃদুল রঞ্জন দাসের অত্যাচার।

তারা আরও বলেন, ট্রাফিক পুলিশ মামলা দিয়েই ক্ষ্যান্ত হয়নি, অনেক সময় তারা শ্রমিকদের তুচ্ছতাচ্ছিল্য ও বাবা-মা তুলেও গালিগালাজ করে।

এর আগে সোমবার বেলা ১১টার দিকে কুড়পারস্থ সিএনজি স্টেন্ডে এসে ট্রাফিক পুলিশ আকবর মামলা দিলে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে রাস্তা অবরোধ করে এবং ট্রাফিক ইন্সপেক্টর মৃদুল রঞ্জন দাসের অপসারণের দাবিতে স্লোগান দিতে থাকে।

কুড়পারে কর্তব্যরত ট্রাফিক পুলিশের (এএসআই) আকবর জানায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তারা আজ কুড়পার এলকায় তিনটি গাড়ির বিরুদ্ধে মামলা দেন। এসময় শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে দুইটি গাড়ি জোর করে ছাড়িয়ে নেয়। পুলিশ তাদেরকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহবান জানালে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে পুলিশকে মারধর করে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102