July 15, 2024, 3:22 pm
ব্রেকিং নিউজ

খুলনার এক ফুড ব্লগারের বউকে বাগিয়ে নিয়ে বিয়ে করলেন বিতর্কিত গায়ক নোবেল

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Monday, November 20, 2023
  • 54 দেখা হয়েছে

খুলনা প্রতিনিধি:

ব্যক্তিজীবনে বিতর্কিত নানা কর্মকান্ডের কারণে মাঝেমধ্যেই আলোচন-সমালোচনায় থাকেন গায়ক মাইনুল আহসান নোবেল। সবশেষ চলতি বছর মে মাসে আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেপ্তারও হয়েছিলেন। ওই মাসেই নোবেলের সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা জানান তার প্রাক্তন স্ত্রী সালসাবিল মাহমুদ। তবে এবার তিনি খুলনার একজন ফুড ব্লগারের স্ত্রীকে বাগিয়ে নিলেন। তার নাম আরিশা। এ নিয়ে আবারও নেটিজেনদের আলোচনার কেন্দ্রে এলেন নোবেল।
রোববার (১৯ নভেম্বর) ফেসবুকে তিনটি ছবি প্রকাশ করেছেন নোবেল, যেখানে চুম্মন ও আলিঙ্গনরত অবস্থায় দেখা গেছে তাকে ও আরিশা নামের ওই গৃহবধূকে।

ছবির ক্যাপশনে নোবেল লেখেন, ‘সঙ্গে থেকো।’ এর পরে সেই নারীর সঙ্গে ফেসবুকে প্রোফাইল ফটো দেন তিনি। আর ক্যাপশনে লেখেন, ‘ক্যাপশন লেখা লাগবে? আরিশা…।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।

এখানেই শেষ নয়, সোমবার ওই নারীর সঙ্গে চুম্বনরত আরেকটি একটি ছবি পোস্ট করে জানান, তারা রোববার (১৯ নভেম্বর) বিয়ে করেছেন।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102