রাজু আহমেদ (স্টাফ রিপোর্টার):
রাজবাড়ী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব “জি এম আবুল কালাম আজাদ” গত সেপ্টেম্বর ও অক্টোবর -২০২৩ মাসে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা এলাকায় অপরাধ দমন,মাদক উদ্ধার,গ্রেফতারী পরোয়ানা তামিল, মামলা তদন্তসহ আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখায় জনাব ”স্বপন কুমার মজুমদার”কে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মনোনীত করে পুরস্কৃত করা হয়েছে।
সেই সাথে এ এসআই দেলোয়ার হোসেন’কে শেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা হিসেবে নির্বাচিত করা হয়েছে।
শনিবার ১৮ই নভেম্বর সন্ধায় জেলা পুলিশ সুপারের কর্যালয়ের হলরুমে মাসিক মিটিংয়ে এ ঘোষনা করেন পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ । এসময় উপস্থিত ছিলেন,সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার জনাব রেজাউল করিম সহ সকল অফিসার’ বৃন্ত।
এবিষয় গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ “স্বপন কুমার মজুমদার” জানান, পুলিশ সুপার মহোদয়,জেলার শেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মনোনীত করায় আমি খুবই আনন্দিত। আমি
সকল উর্ধ্বতন কর্মকতা সহ আমার সহকর্মীদের নিকট বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।