আলমগীর হোসেন,কুমিল্লা
কুমিল্লার তরুন সাংবাদিক মাহফুজ নান্টু এনটিভি তে কুমিল্লা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায় ও তার জন্মদিন উপলক্ষে আজ ১৯ নভেম্বর সন্ধ্যায় সাংবাদিক কল্যাণ পরিষদ,কুমিল্লার পক্ষ থেকে তাকে ফুলদিয়ে শুভেচ্ছা জানান এবং সফলতা কামনা করেন।সাংবাদিক কল্যাণ পরিষদ পক্ষ থেকে রবিবার রাতে কুমিলা প্রেসক্লাবে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সহকর্মী সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসার বহি:প্রকাশে আবেগে আপ্লুত হয়ে পড়েন সাংবাদিক সাংবাদিক মাহফুজ নান্টু।
কুমিলা প্রেস ক্লাবের নিবার্হী সদস্য ও সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার সভাপতি ওমর ফারুকী তাপসের সভাপতিত্বে এবং সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার সাধারণ সম্পাদক মনির হোসেন,কুমিল্লা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক বাহার রায়হান,কুমিল্লা প্রেসক্লাবের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নেকবর হোসেন, দৈনিক কুমিল্লার আলো পত্রিকার সম্পাদক জসিম উদ্দিন কনক, সাপ্তাহিক সমতটের কাগজের সম্পাদক জামাল উদ্দিন দামাল, ম্যাক নিউজের সম্পাদক রাকিবুল ইসলাম রানা, লেখক ও কলামিস্ট ডাঃ আবদুল আউয়াল সরকার, বেঙ্গল নিউজের প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন প্রমুখ।
সাংবাদিক কল্যান পরিষদের সভাপতি ওমর ফারুকী তাপস মাহফুজ নান্টুর মানবিকতা, সততা, নিষ্ঠা, সৌজন্যতা তুলে ধরে তার ভবিষ্যৎ জীবনের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।
অনুভূতি জানিয়ে সাংবাদিক মাহফুজ নান্টু বলেন, আপনাদের ভালোবাসায় আমি আপ্লুত। আমি সবার দোয়া ও সহযোগিতা চাই।