December 9, 2023, 6:52 pm
ব্রেকিং নিউজ

সুবর্ণচরে বিনা-২৩ ধানের নমুনা শস্য কর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Thursday, November 16, 2023
  • 28 দেখা হয়েছে

রাশেদুল ইসলাম,নোয়াখালী জেলা প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বাংলাদেশ কৃষি পরমাণু গবেষণা ইনস্টিটিউট-বিনা এর আয়োজনে বিনাধান-২৩ জাতের নমুনা শস্য কর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার চরবাটা ইউনিয়নে অবস্থিত বিনা’র নোয়াখালী উপকেন্দ্রে ৫০ জন বিনা-২৩ জাতের ধান চাষীদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি নোয়াখালী উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ রায়হান শিকদারের সঞ্চালনায় এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃষিবিদ মোঃ জুয়েল সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিনাধান-২৩ এর উদ্ভাবক এবং বিনা’র উদ্ভিদ প্রজনন বিভাগের বিভাগীয় প্রধান ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামসুন্নাহার বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নোয়াখালী কার্যালয়ের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ, চরবাটা ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ইয়াকুব হোসেন আরো অনেকে।

কৃষকদের উদ্দেশ্যে অতিথিরা আলোচনা করার সময় বিনা কর্তৃক উদ্ভাবিত স্বল্প জীবনকালীন এবং উচ্চ ফলনশীল বিনাধান-২৩ চাষাবাদের সুবিধার কথা বর্ণনা করেন। এছাড়াও বিনা’র গুরুত্বপূর্ণ এ জাতটির ধানের গাছসমূহ অতিরিক্ত বৃষ্টির কারণে ১৫-২০ দিন পর্যন্ত টানা পানির নিচে ডুবে থাকলেও জাতটি স্বাভাবিক ফলন দেয় বলে জানান বিনা’র কর্মকর্তারা। এ সময় কৃষকেরাও তাদের নিজেদের জমিতে বিনা-২৩ ধান চাষের মাধ্যমে সফল অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

উপকূলীয় এলাকার জন্য লবণ সহিষ্ণু জাত হিসেবে বিনাধান ২৩ অত্যন্ত উপযোগী বলে মনে করেন স্থানীয় কৃষকেরা। তাদের মতে, এ ধান অধিক ফলনশীল এবং মাঝারি কিংবা উঁচু-নিচু সকল জমিতে চাষের জন্য উপযুক্ত। এ ধানের হেক্টর প্রতি গড় ফলন ৫.৫ থেকে ৬ টন পর্যন্ত হয়ে থাকে। এছাড়াও অত্যাধুনিক জাত হিসেবে বিনা-২৩ জাতের ধানের চালের ধরন হচ্ছে মাঝারি চিকন আকৃতির, যা সকলেরই পছন্দ।

সুবর্ণচর উপজেলা কৃষি অফিসার হারুনুর রশিদ বলেন, ‘সুবর্ণচরের বিভিন্ন এলাকার কৃষকেরা বিনা-২৩ জাতের ধান চাষাবাদ করে ভালো ফলন পেয়েছে। তাদের তাদের মধ্যেও এই জাতের ধান চাষের আগ্রহ বৃদ্ধি পেয়েছে।’

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102