December 9, 2023, 5:25 pm
ব্রেকিং নিউজ

নিউইয়র্কের বাংলাদেশি মালিকানাধীন আশা হোম কেয়ারের পুরস্কার অর্জন

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Wednesday, November 15, 2023
  • 24 দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাংলাদেশি মালিকানাধীন আশা হোম কেয়ার ২০২২ সালের ‘অ্যাম্পয়ার ব্লুক্রস ব্লুশিল্ড এচিভমেন্ট এওয়ার্ড’ অর্জন করেছে।হোম কেয়ার ও ডে কেয়ার সেবায় অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার অর্জন প্রতিষ্ঠানটির।

মঙ্গলবার দুপুরে আশা প্রতিষ্ঠানের জ্যামাইকা কপোরেট কার্যালয়ে আশা হোম কেয়ারের সিইও আকাশ রহমান হাতে ক্রেস্ট ও উপহার চেক তুলে দেন অ্যাম্পয়ার ব্লুক্রস ব্লুশিল্ডের পরিচালক এল সাইমমন্স ।

এসময় আশা হোম কেয়ারের পরিচালক ঈশা রহমান ও অ্যাম্পয়ার ব্লুক্রস ব্লুশিল্ডের ম্যানেজার জোবেড লাপয়েন্টস এবং কমিউনিটির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

মাত্র ৬ বছরের পথচলায় হোম কেয়ার ও ডে কেয়ার সেবায় অসামান্য অর্জনে নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির সার্বিক সহায়তায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আকাশ রহমান।তিনি বলেন, ‘এ অর্জন বাংলাদেশিদের অর্জন। কমিউনিটির সেবায় সব সময় পাশে থাকার আমাদের অংগীকার’।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102