December 9, 2023, 6:33 pm
ব্রেকিং নিউজ

নীলফামারীতে শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Monday, November 6, 2023
  • 27 দেখা হয়েছে

নীলফামারী প্রতিনিধি
নীলফামারীতে শিক্ষার্থীদের নিয়ে শব্দ সচেতনতামুলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরের শিল্পকলা অডিটোরিয়ামে এই প্রশিক্ষণের আয়োজন করে পরিবেশ অধিদপ্তর।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইফুর রহমান।
পরিবেশ অধিদপ্তর নীলফামারীর সহকারী পরিচালক কমল কুমার বর্মণের সভাপতিত্বে এতে রিসোর্স পার্সন হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর, জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান বক্তব্য দেন।
অনুষ্ঠানে শব্দ দূষণ ও এর ক্ষতিকর দিক নিয়ে তথ্য চিত্র উপস্থাপন করেন নীলফামারী সরকারি মেডিকেল কলেজের প্রভাষক ডা. আব্দুল্লাহ আল মামুন।

পরিবেশ অধিদপ্তর নীলফামারীর সহকারী পরিচালক কমল কুমার বর্মণ জানান, শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্ব প্রকল্পের উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102