December 9, 2023, 7:21 pm
ব্রেকিং নিউজ

রংপুরে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো ইজতেমা

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Saturday, November 4, 2023
  • 28 দেখা হয়েছে

রংপুর প্রতিনিধি:
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রংপুরে তিন দিনের জেলা ইজতেমা শেষ হয়েছে।

শনিবার দুপুর ১২টায় শুরু হওয়া আখেরি মোনাজাত সাড়ে ১২টা পর্যন্ত চলে। মোনাজাতে ফিলিস্তিনের নিপীড়িত-নির্যাতিত মানুষের স্বাধীনতা কামনায় দোয়া করা হয়।
মোনাজাত পরিচালনা করেন কাকরাইল আহলে শুরার সদস্য মাওলানা মুহাম্মদ মোশারফ হোসেন। আরডিসিসিএস মাঠসহ আশপাশের রাস্তা, অলি-গলি, বিভিন্ন বাসা বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, ভবনের ছাদ থেকে প্রায় এক লাখ মুসল্লি মোনাজাতে অংশ নেন।

রংপুর নগরীর ৩৩টি ওয়ার্ড, ৮ উপজেলাসহ আশপাশের জেলার সাধারণ মুসল্লি মোনাজাতে অংশ নিয়ে মুসলিম উম্মার সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। সেই সাথে আল্লাহ ও নবী-রাসুলের হুকুম-আহকাম মেনে চলার মধ্যেই ইহকাল ও পরকালে সুখ-শান্তি প্রার্থনা করেন।

ইজতেমা আয়োজক কমিটির সদস্য হাফিজুর রহমান জানান, বিশ্ব ইজতেমার ওপর চাপ কমাতে জেলাভিত্তিক আঞ্চলিক ইজতেমা হয়ে আসছে। অষ্টমবারের এ ইজতেমা অনুষ্ঠিত হলো।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102