December 9, 2023, 5:24 pm
ব্রেকিং নিউজ

প্রধানমন্ত্রীর সঙ্গে ফারিণ?

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Wednesday, October 25, 2023
  • 26 দেখা হয়েছে

বিনোদন ডেস্ক :

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ দুই বাংলায় পরিচিত মুখ। অভিনয়ের মাধ্যমে পেয়েছেন দর্শকের ভালোবাসা। অভিনয়ের পাশাপাশি নিয়মিত দেশের বাইরেও ভ্রমণ করেন তিনি। তার জীবনে হঠাৎ করে একটি চমকপ্রদ ঘটনা ঘটল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই ফ্লাইটে বিদেশে গেলেন তিনি।
মঙ্গলবার সকালে ব্রাসেলসে অনুষ্ঠেয় গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দিতে বেলজিয়ামের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। আর একই ফ্লাইটে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন ফারিণও। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করে এ তথ্য জানিয়েছেন ফারিণ।

ছবির পোস্টে ফারিণ লেখেন, ‌‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে একই ফ্লাইটে থাকতে পেরে আমি খুবই ভাগ্যবান। তিনি আমার দেখা সবচেয়ে মিষ্টি নারীদের একজন।’

এই অভিনেত্রী আরও লেখেন, ‘ছবিটা আরেকটু ভালো হতে পারত তবুও তার সঙ্গে দেখা হওয়াতে আমি কৃতজ্ঞ।’

এছাড়া বাংলাদেশ বিমানের পাইলটদের সঙ্গে কিছু ছবি শেয়ার করেছেন ফারিণ। প্রতিষ্ঠানটির আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন অভিনেত্রী। তিনি লেখেন, ‘মনোমুগ্ধকর আতিথেয়তার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ধন্যবাদ। ১৪ ঘণ্টা যেন ১৪ মিনিটেই কেটে গেল। আবারো আপনাদের সঙ্গে ভ্রমণের আশায় থাকছি।’ অবশ্য ফারিণ তার গন্তব্যের বিষয়ে কিছু জানাননি।

 

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102