April 29, 2024, 6:21 am
ব্রেকিং নিউজ

সিলেট রেলপথে ১৫ ঘণ্টা পর ট্রেন চালু

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Saturday, May 20, 2023
  • 96 দেখা হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধি :
কমলগঞ্জে সিলেটগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হওয়ার ১৫ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

শনিবার ভোর পৌনে ৫টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের আমতলি এলাকায় উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়। দীর্ঘ ১৫ ঘণ্টা পর সন্ধ্যা ৭টায় ট্রেন যোগাযোগ ফের চালু হয়।

এর আগে ভোর ৪টা ৫০-এর দিকে উদ্যানের ভেতরে ঝড়ে ট্রেন লাইনের ওপর গাছ পড়ে। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেনটি গাছের সঙ্গে ধাক্কা লেগে লাইনচ্যুত হয়। এতে করে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

কুলাউড়া রেলওয়ে প্রকৌশল বিভাগের উপসহকারী প্রকৌশলী আনিছুজ্জামান বলেন, আখাউড়া ও কুলাউড়া স্টেশন থেকে ক্রনসহ দুটি উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে ট্রেনের ইঞ্জিন ও বগি উদ্ধার কাজ শুরু করে দুপুর ১২টায়। দীর্ঘ ১৫ ঘণ্টার চেষ্টায় উদ্ধারকারী দল ট্রেনটি উদ্ধার করে। এরপর ট্রেন যোগাযোগ পুনরায় চালু হয়।

ট্রেন যোগাযোগ পুনরায় চালু হওয়ার কথা স্বীকার করে ভানুগাছ স্টেশন মাস্টার কবির আহমেদ বলেন, ট্রেন পুরোদমে চালু হতে কিছুটা সময় লাগবে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102