April 24, 2024, 10:56 pm
ব্রেকিং নিউজ

অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ সেরা সাকিব

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Wednesday, March 29, 2023
  • 60 দেখা হয়েছে

স্পোর্টস ডেস্ক :
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১০২ বলে ২০২ রান করে ৭৭ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ।

টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক বাংলাদেশ। দলের জয়ে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন অধিনায়ক সাকিব আল হাসান।

ব্যাট হাতে ২৪ বলে তিন চার আর ২ ছক্কায় অপরাজিত ৩৮ রান সংগ্রহের পাশাপাশি বল হাতে ৪ ওভারে ২২ রানে ৫ উইকেট শিকার করে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন সাকিব।

এদিন ৫ উইকেট শিকারের মধ্য দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি রেকর্ড ১৩৬ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন সাকিব। খেলা শেষে বিশ্ব সেরা এই অলরাউন্ডার বলেন, টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার হিসেবে অবশ্যই ভালো লাগছে।

আয়ারল্যান্ডের বিপক্ষে আগ্রাসী ক্রিকেট খেলে সিরিজ জয় প্রসঙ্গে সাকিব বলেন, আমরা আমাদের আক্রমণাত্মক ক্রিকেট খেলার বিষয়ে আলোচনা করেছি। আমরা যদি অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড সফরে যাই তখন এভাবে খেলতে না পারলে ভালো করা সম্ভব নয়। ঘরের মাঠে এ সিরিজ জয়ে আত্মতুষ্ট হওয়ার কিছু নেই।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102