April 23, 2024, 10:24 pm
ব্রেকিং নিউজ

পাংশায় লাল তীর পেঁয়াজের মাঠ দিবস পালিত

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Wednesday, March 29, 2023
  • 75 দেখা হয়েছে

রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর পাংশা উপজেলায় লাল তীর পেঁয়াজ চাষে কৃষকদের উৎসাহিত করার লক্ষ্যে মাঠ দিবস পালিত হয়েছে।

বুধবার (২৯ মার্চ) লাল তীর সীড লিমিডেটের উদ্যোগে বিকেলে উপজেলার পাট্টা ইউনিয়নের পুঁইজোর গ্রামে পেঁয়াজ চাষিদের নিয়ে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এ সময় লাল তীর পেঁয়াজের ক্ষেত পরিদর্শন করেন অতিথিরা।

মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তোফাজ্জল হোসেন, বিশেষ অতিথি লাল তীর সীড লিমিডেটের ফরিদপুর রিজওনাল ম্যানেজার মো. হারুন আর রশিদ, টেরিটরি ম্যানেজার মো. হুমায়ুন কবির, উপসহকারী কর্মকর্তা নাজমুল হাসানসহ প্রমুখ।

লাল তীর সীড লিমিডেটের রিজওনাল ম্যানেজার মো. হারুন আর রশিদ বলেন, পাংশা এবার বেশ কয়েকজন কৃষককে লাল তীর হাইব্রীট, লাল তীর কিং, লাল তীর-২০, রেড পেষন, রেড ভিলেস, রেড ড্রাগন, বিজিএস-৩৫৯, বিজিএস-৪০৩ জাতের বীজ ফ্রি দেওয়া হয়।

ওইসব বীজ থেকে চারা উৎপাদন করে তারা ৩ একর জমিতে পেঁয়াজের চাষ করেন। তাদের ক্ষেতে পেঁয়াজ সেরা ফলন হয়েছে। লাল তীর লিমিডেটের এসব জাতের পেঁয়াজ ফাটে না, ফলনও ভাল হয়, উৎপাদিত পেঁয়াজের বাজার দর বেশি হয়, কড়া ঝাঁজ ও দেশী পেঁয়াজের স্বাদ পাওয়া যায়।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102