April 24, 2024, 11:04 pm
ব্রেকিং নিউজ

ভয়ানক টর্নেডোর ক্ষয়ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের বাসিন্দারা

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Tuesday, March 28, 2023
  • 57 দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:: ভয়ানক টর্নেডোর ক্ষয়ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের বাসিন্দারা। পরিস্থিতি স্বাভাবিক করতে ধ্বংসস্তূপ সরানোর পাশাপাশি চলছে বিদ্যুৎ সংযোগ মেরামতের কাজ।

গত শুক্রবারের (২৪ মার্চ) ভয়াবহ টর্নেডোর আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের একেকটি শহর ও এলাকা। কোথাও বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি, কোথাও ভেঙে পড়েছে গাছপালা। এখনো বিদ্যুৎবিচ্ছিন্ন বহু বাসিন্দা। ঝড়ের আঘাতে লন্ডভন্ড যান চলাচলব্যবস্থাও।

টর্নেডোয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিমাঞ্চলীয় রোলিং ফোর্ক শহর। ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে দিন পার করছেন হাজার হাজার বাসিন্দা। এরই মধ্যে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন অনেকেই। ধ্বংসস্তূপে খুঁজছেন প্রয়োজনীয় জিনিসপত্র।

রোলিং ফোর্ক শহরের এক নাগরিক বলেন, ‘টর্নেডোর কারণে অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। আমি খুবই ভাগ্যবান যে, আমার পরিবারের সদস্যরা বেঁচে আছেন।’

‘ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুতের লাইন মেরামত করার পাশাপাশি চলছে রাস্তাঘাট পরিষ্কারের কাজ। জরুরি বিভাগের এক কর্মী বলেন, ‘অনেক এলাকায় আমরা যেতে পারছি না। যেখানেই ময়লা দেখছি, সেখান থেকেই পরিষ্কার করছি। আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করছি।

শুক্রবার (২৪ মার্চ) রাতে যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের ওপর দিয়ে বয়ে যায় শক্তিশালী টর্নেডো। আকস্মিক এ ঝড়ের তাণ্ডবে ধ্বংস হয় গেছে বহু আবাসিক ভবন ও স্থাপনা। গাছপালা উপড়ে পড়ায় ব্যাহত হয় যোগাযোগ ব্যবস্থা। প্রাণ হারান ২৬ জন।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102