April 25, 2024, 9:54 pm
ব্রেকিং নিউজ

‘রাশিয়া-ইউক্রেনের লড়াই ২৪ ঘণ্টায় থামিয়ে দিতে পারি’, ট্রাম্প

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Tuesday, March 28, 2023
  • 55 দেখা হয়েছে

 

অনলাইন ডেস্ক:
দেখতে দেখতে এক বছর পেরিয়ে গিয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের। এখনও থামেনি লড়াই। এই পরিস্থিতিতে বিস্ফোরক দাবি করলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেয়ার সময় তিনি জানিয়ে দিলেন, তিনি এই লড়াই ২৪ ঘণ্টার মধ্যে থামিয়ে দিতে পারেন। এবং তা শান্তি বৈঠকের মাধ্যমেই। তবে ঠিক কীভাবে এমনটা করতে পারতেন তিনি, তা অবশ্য বিশদে ব্যাখ্যা করতে রাজি হননি ট্রাম্প।

ঠিক কী বলেছেন ট্রাম্প? তার দাবি, এই যুদ্ধ যদি ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত চলতে থাকে এবং ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হন তাহলে একদিনের মধ্যেই রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ থামিয়ে দেবেন। ট্রাম্পের মতে, পুতিন, জেলেনস্কির সঙ্গে তার বৈঠকে বসাটা খুবই সহজ হবে।

উল্লেখ্য, এই প্রথম ট্রাম্প এমন দাবি করলেন তা নয়। এর আগে সোশ্যাল মিডিয়ায় তাকে একই দাবি করতে দেখা গিয়েছিল।

তিনি লিখেছিলেন, ‘আমি যদি আমেরিকার প্রেসিডেন্ট হতাম, তাহলে রাশিয়া-ইউক্রেনের বিধ্বংসী যুদ্ধ শুরুই হত না। এখনও যদি আমাকে প্রেসিডেন্ট পদে বসান হয়, তাহলে মাত্র ২৪ ঘণ্টা সময় লাগবে। আলাপ আলোচনার মাধ্যমে দুই পক্ষের সম্মতিতে এই যুদ্ধ বন্ধ করে দেব। যেভাবে প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ, তা মেনে নেয়া যায় না।’ এবার ফের সেই দাবি করতে দেখা গেল ট্রাম্পকে। সূত্র: এপি।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102