April 19, 2024, 6:39 am
ব্রেকিং নিউজ

রমজানের শুরুতেই প্রস্তুত বরিশালের ঈদ বাজার

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Tuesday, March 28, 2023
  • 65 দেখা হয়েছে

বরিশাল প্রতিনিধি:
রমজানের শুরুতেই ঈদ বাজারের প্রস্তুতি শুরু হয়েছে বরিশালের পোষাক বিতানসহ অভিজাত শপিং কমপ্লেক্সগুলোতে। এর আগে মধ্য রমজানের পর থেকে এ ধরনের প্রস্তুতির প্রচলন থাকলেও এবার একেবারে শুরুতেই মনোমুগ্ধকর আলোকসজ্জা ও প্রচার-প্রচারণা শুরু করেছে তারা। ঈদ বাজারে ক্রেতার চাহিদা পূরণে নতুন নতুন ডিজাইন আর বাহারী রংয়ের পোষাকের সম্ভার গড়ে তুলছেন ব্যবসায়ীরা।

এদিকে রোজার শুরুতেই সীমিত পরিসরে ঈদের কেনাকাটা শুরু করেছে বিত্তবান শ্রেণীর ক্রেতারা। গত দুই দিন নগরীর সদর রোড, চকবাজার, কাঠপট্টিসহ বিভিন্ন এলাকা ঘুরে এই চিত্র দেখা গেছে।
পোষাক বিতানগুলোর দায়িত্বশীলরা বলছেন, মূলত ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ এবং ঈদ বাজারের আবহ সৃষ্টি করতেই দোকানে এবং দোকানের বাইরে দৃষ্টিনন্দন আলোকসজ্জা করা হয়েছে। সদর রোডের বিক্রয় ও প্রদর্শন কেন্দ্র ইতিমধ্যে জমজমাট হয়ে উঠেছে। চকবাজার ও কাঠপট্টির দোকানগুলোও জমজমাট।

এসব শো রুমে দিনে এবং রাতে বেচা কেনা হচ্ছে। সারারা, গারারা, জর্জেট রেডিমেট পার্টি গাউন, সিকোয়েন্স ওয়ার্ক, পার্টি গাউন উইথ নেক, জর্জেট সেমিস্টিচড এমব্রয়ডারি গাউন, কিম এঞ্জেল গাউন, এমব্রয়ডারি লং গাউন, থাইল্যান্ড গাউন, ফ্লোরটাচ আনারকলি, লং কুর্তি, ওয়ার্ক গাউন, সিল্ক গাউনের সম্ভার ঘটানো হয়েছে। সর্বনিম্ন ৭০০ টাকা থেকে শুরু করে ৫ হাজার টাকায় পাওয়া যাচ্ছে এসব পোষাক। তরুনদের জন্য দেশি-বিদেশি বিভিন্ন ডিজাইনের জিন্স, পাঞ্জাবী, গেঞ্জি, শার্ট, নারীদের জন্য শাড়ি এবং শিশুদের জন্যও রয়েছে নানা আয়োজন।

বিগত দিনে মধ্য রোজার পর থেকে ক্রেতারা মার্কেটমুখি হলেও এবার প্রথম থেকেই কম বেশি ক্রেতার দেখা যাচ্ছে মার্কেটগুলোতে।

ক্রেতা ইয়াসমিন বেগম বলেন, এখন নিরিবিলি পরিবেশে পন্য পছন্দ করে কেনা যায়। পছন্দের পন্যটি খুঁজে পাওয়া যায় সহজে। ঝক্কিঝামেলা এড়াতে আগেভাগেই কেনাকাটা শুরু করেছেন তারা।

বেসরকারি চাকুরীজীবী ফিরদাউসুর রহমান বলেন, প্রতি বছর রোজার প্রথম দিকেই পরিবারের বেশিরভাগ কেনাকাটা সম্পন্ন করেন তিনি। কিছু বাকি থাকলে শেষ সময়ে কেনাকাটা করেন পরিবারসহ।

নগরীর চকবাজার-কাঠপট্টি-পদ্মাবতি-লাইনরোড ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুর রহমান মাসুম বলেন, করোনার কারণে বিগত ২ বছর মন্দা ছিলো। গত বছর ঈদে ব্যবসার গতি কিছুটা সচল হয়েছিলো। এবার সব কিছু স্বাভাবিক। ঈদ বাজারে ক্রেতা আকর্ষণে নানামুখি উদ্যোগ নেয়া হয়েছে। পাশপাশি ক্রেতার পছন্দ অনুযায়ী সব ধরনের পন্যের সমাহার ঘটানো হয়েছে। এবারের ঈদ বাজার জমজমাট হবে বলে তারা আশা করেন।

এদিকে ঈদ বাজারের নিরাপত্তায় কঠোর নজরদারী শুরু হয়েছে বলে জানিয়েছেন কোতয়ালী মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন। পোষাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোষাকধারী পুলিশও মোতায়েন রয়েছে বলে ওসি জানান।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102