April 25, 2024, 12:14 pm
ব্রেকিং নিউজ

শেখ আনছার আলী হত্যা মামলায় বারাকপুর ইউপি চেয়ারম্যান পাভেলসহ আটক ৩

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Monday, March 27, 2023
  • 74 দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার,খুলনা:

দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বারাকপুর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক, বারাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. আনছার শেখ হত্যাকান্ডের ঘটনায় নিহত আনছার এর পুত্র তানভির শেখ বাদী হয়ে ২৩ জনকে এজাহার নামীয় ও অজ্ঞাতনামা ৭ থেকে ৮ জনের নামে ২৬ মার্চ রাতে মামলা দায়ের করেছে যার নং ১৭ । মামলার আসামিরা হলো দিঘলিয়া উপজেলার মৃত জাহাঙ্গীর গাজীর পুত্র, বারাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পাভেল গাজী (৩২), বারাকপুরের আতিয়ার মিনার পুত্র পারভেজ মিনা (৩০), পলাশ মিনা (৪৫), মৃত তোকাম গাজীর পুত্র ফরহাদ গাজী (৫০), নাসির গাজীর পুত্র প্রিন্স গাজী (৩২), মৃত মোস্তফা গাজীর পুত্র রাসেল গাজী(৩০), আফতাব গাজীর পুত্র মজ্ঞু গাজী (৫২), মৃত জাকির গাজীর পুত্র কাইফ গাজী(২২), মৃত আবু বক্কর গাজীর পুত্র নাসির গাজী (৬৫) নজিম শেখ এর পুত্র জনি শেখ(৩২), আলতাফ শেখ এর পুত্র আজিজুল শেখ, লাখোহাটি গ্রামের ২ নং ওয়ার্ডের নজমাল শেখ এর পুত্র বাপ্পি শেখ (৩০), মৃত চান্দু গাজীর পুত্র মিদু গাজী (৫৫),কুদ্দুস গাজীর পুত্র শিমুল গাজী (২৬),মোহাম্মাদ মোল্লার পুত্র আসাদ মোল্লা (২৫),মৃত সামাদ গাজীর পুত্র গাজী সেলিম রেজা (৪৮), বারাকপুর ঘোষগাতি এলাকার ৪ নং ওয়ার্ডের ডাক্তার ইব্রাহিম এর পুত্র আজিবর শেখ(৩৫), মাহাবুর শেখ(৩২), মোস্তাক গাজীর পুত্র আন্দু গাজী(২৭), মল্লিকপুর ৩ নং ওয়ার্ডের নেদু চৌধুরির পুত্র বিল্লাল চৌধুরী ( ৪০), নুরু চৌধুরীর পুত্র আজিজুল চৌধুরী (৩০), লাখোহাটি ২ নং ওয়ার্ডের চান্দু গাজীর পুত্র মারুফ গাজীর (৩০) , লাখোহাটি ১ নং ওয়ার্ডের হাফিজ মোল্লার পুত্র সাগর মোল্লা (২৩) সহ অজ্ঞাতনামা ৭ থেকে ৮ জনকে আসামি করে নিহত আনসারের পুত্র তানভির শেখ বাদি হয়ে মামলা দায়ের করেছে খানজাহান আলী থানা পুলিশ অভিযান চালিয়ে এজাহার ভুক্ত ৪ নং আসামি মৃত তোকাম গাজীর পুত্র ফরহাদ গাজী , ঘোষগাতি এলাকার ডাক্তার ইব্রাহিম এর পুত্র এজাহার নামীয় ১৮ নং আসামি মাহাবুর শেখ (৩২), লাখেহাটি বদিয়ার রহমান মোড়লের পুত্র ইবাদুল ইসলাম মোড়ল কে আটক করেছে । এর মধ্যে ইবাদুল ইসলাম মোড়লকে এজাহার ভুক্ত আসামি না হলেও সন্দেহহীত হওয়ায় তাকে চালান দেওয়া হয়েছে বলে জানায় পুলিশ। মামলার বাদি নিহত আনসার শেখ এর পুত্র তানভির বলেন আমার পিতা সব সময় অন্যায়ের প্রতিবাদ করতেন আর সেটাই কাল হয়ে দাড়িয়েছে পুর্ব শত্রুতার জেরে তার বাবাকে সন্ত্রাসীরা হত্যা করতে পারে বলে তিনি জানান, তিনি অতিদ্রত সকল আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন।
উল্লেখ্য গত ২৪ মার্চ দুপুরে শিরোমনি পুর্বপাড়া মসজিদে আনসার আলী জুমার নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে কয়েকজন সন্ত্রাসী তার গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা তাকে গুলি করে ঘটনাস্থল ত্যাগ করে। তার শরীরে পরপর তিনটি গুলি করে হত্যা করা হয়। এদিকে আনসার শেখের নিজ গ্রাম লাখোহাটি ও বারাকপুর বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। খানজাহান আলী থানার ওসি মোঃ কামাল হোসেন খান বলেন বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করা হয়েছে বাকি আসামিদের গ্রেফতার ও হত্যাকান্ডের মুল রহস্য উদঘাটনের জন্য আমাদের অভিযান চলমান রয়েছে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102