April 20, 2024, 12:29 pm
ব্রেকিং নিউজ

মহেশপুরের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Monday, March 20, 2023
  • 81 দেখা হয়েছে

সুমন হোসেনঃমহেশপুর ঝিনাইদহ :

ঝিনাইদহের মহেশপুরের অগ্নিঝরা মার্চ ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ মার্চ)উপজেলার বিদ্যাধরপুর মাধ্যমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সকাল থেকে দীর্ঘ লাফ, মোরগ লড়াই, সুইসূতা, বালিশ বদলসহ ৩৫টি ইভেন্টের আয়োজন করে আয়োজকরা। এ সময় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর পাশাপাশি প্রতিযোগিতায় অংশ নেয় বহিরাগত শিক্ষার্থীরাও। এরপর বিকালে শুরু হয় সাংস্কৃতিক ও আলোচনা সভা। এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহাদাত হোসেন সাধুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল আজম খান চঞ্চল। এছাড়াও উপজেলা চেয়ারম্যান ময়জদ্দিন হামিদ, উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী, শিক্ষা অফিসার দীনেশ চন্দ্র পাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে ও মাদক এবং মোবাইল গেমস থেকে দূরে রাখতে এমন আয়োজন সচেষ্ট ভূমিকা পালন করবে বলে মনে করেন। এছাড়াও প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। শিক্ষার্থীরা বলেন, অন্যান্য বছরের ন্যায় এবারের ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদযাপিত হয়েছে। বিদ্যালয়ের গৌরবজনক ইতিহাসে নতুনমাত্রা সংযোজন করতে সক্ষম হয়েছে।অন্যান্য বছরের ন্যায় এবারের ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদযাপিত হয়েছে। যা স্কুলের গৌরবজনক ইতিহাসে নতুনমাত্রা সংযোজন করতে সক্ষম হয়েছে। এরপর বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102