April 27, 2024, 12:52 am
ব্রেকিং নিউজ

যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে ৩৩ মিনিটে আঘাত হানতে সক্ষম উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Friday, March 17, 2023
  • 67 দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:

কোনো কারণে মার্কিন আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যর্থ হলে মাত্র ৩৩ মিনিটের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে আঘাত হানতে পারবে—এমন আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়ার কাছে রয়েছে। দেশটির একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা পর্যবেক্ষণ করে চীনের রাজধানী বেইজিংয়ের একদল প্রতিরক্ষা বিশ্লেষক এই মত দিয়েছেন।

এর আগে চীনা বিশ্লেষকেরা তাদের পর্যবেক্ষণে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে সুনির্দিষ্ট কোনো দেশ কিংবা অবস্থানের নাম উল্লেখ করেননি। বিশেষত, এবার গবেষকেরা উত্তর কোরিয়ার হুয়াসং-১৫ ক্ষেপণাস্ত্রের কথা বলেছেন। ২০১৭ সালে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় পিয়ংইয়ং।

হুয়াসং-১৫ একটি দ্বি-স্তরবিশিষ্ট ক্ষেপণাস্ত্র। পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে এটি। এই ক্ষেপণাস্ত্র প্রায় ১৩ হাজার কিলোমিটার বা ৮ হাজার মাইলের বেশি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এ বিষয়ে চীনের বিশ্লেষক দলের প্রধান ও বেইজিংয়ের ইনস্টিটিউট অব ইলেকট্রনিক সিস্টেম ইঞ্জিনিয়ারিংয়ের গবেষক তাং ইউয়ান বলেন, যুক্তরাষ্ট্রের যেকোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র।

তাং ও তার দলের এই গবেষণালব্ধ পর্যবেক্ষণ চীনা ভাষায় প্রকাশিত সাময়িকী মডার্ন ডিফেন্স টেকনোলজিতে গত ১৫ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে। বলা হয়েছে, উত্তর কোরিয়ার মধ্যাঞ্চলের সানচন শহরের উৎক্ষেপণ কেন্দ্র থেকে ছোড়া একটি হুয়াসং-১৫ ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু ছিল যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলের মিজৌরি অঙ্গরাজ্যের কলাম্বিয়া।
চীনা পর্যবেক্ষকেরা বলছেন, উত্তর কোরিয়া থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের ২০ সেকেন্ডের মধ্যে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা সংকেত পেয়ে যায়। এর ঠিক ১১ মিনিটের মাথায় আলাস্কার ফোর্ট গ্রিলি থেকে একঝাঁক প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র উড়ে যায়। যদি কোনো কারণে এসব ক্ষেপণাস্ত্র লক্ষ্য পূরণে ব্যর্থ হতো, তাহলে ক্যালিফোর্নিয়ার ভানদেনবার্গ স্পেস ফোর্স ঘাঁটি থেকে আরেক ঝাঁক প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র উড়ে যেত।

তবে উত্তর কোরিয়ার ওই ক্ষেপণাস্ত্রটির ভাগ্যে শেষ পর্যন্ত কী ঘটেছিল, তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102