March 21, 2023, 10:40 am
ব্রেকিং নিউজ

চট্টগ্রামে ৯ দিন নিখোঁজ ব্যবসায়ীকে ফিরে পেতে সংবাদ সম্মেলন

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Tuesday, March 14, 2023
  • 21 দেখা হয়েছে

হায়দার আলী স্টাফ রিপোর্টার চট্টগ্রাম

চট্টগ্রাম মহা নগরীর আকবর শাহ থানাধীন পাকা রাস্তা মাথা এলাকায় মেসার্স রাহিম ডিপার্টমেন্টাল স্টোরের ব্যবসায়ী মোঃ রহিম উল্লাহ (৪৫) গত ৯ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় নগরীর আকবর শাহ থানা ও পাঁচলাইশ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও তাকে খোঁজে বের করার জন্য পুলিশের পক্ষ থেকে কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে নিখোঁজ ব্যক্তির পরিবার সংবাদ সম্মেলনে অভিযোগ করেন।

১৪ মার্চ (মঙ্গলবার) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নিখোঁজ রহিম উল্লাহর স্ত্রী ফারজানা রহমান এমন অভিযোগ করেন। তিনি আরও বলেন, “আকবর শাহ থানাধীন পাকা রাস্তার মাথায় দীর্ঘ ২০ বছর যাবত মেসার্স রাকিব ডিপার্টমেন্টাল স্টোরে ব্যবসা পরিচালনা করে আসছেন। গত ৯দিন ধরে আমার নিখোঁজ স্বামীর কোনো কোনো খোঁজ পাচ্ছিনা। পুলিশের কাছে গিয়েছি। কিন্তু তাদের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। আমার নিখোঁজ স্বামীকে ফিরে পেতে চাই।

গত ৫ মার্চ দুপুর ১২টার দিকে আমার স্বামীর সাথে সর্বশেষ কথা হয়েছে। এরপর থেকে আমার স্বামীর বব্যহৃত ২টি মোবাইল বন্ধ রয়েছে। আমার স্বামী প্রতিদিন দুপুর ২টা-৩টার সময় খাবার খেতে আসতেন। কখনও আসতে না পারলে ফোনে জানিয়ে দিতেন। কিন্তু ৫ মার্চ দুপুরে খাবার খেতে বাসায় আসেনি। বিকাল ৪ টার দিকে দোকান পরিচালনা কারি আমার স্বামীর ভাগিনা মোহাম্মদ আরিফুল হক আমাককে ফোন করে জানান তিনিও রহিমের মোবাইল বন্ধ পাচ্ছেন। আরিফ দোকান বন্ধ করে রাত ১০ টার দিকে চাবি দিতে বাসায় আসলেও আমার স্বামী তখনও বাসায় ফিরেননি।

৬ মার্চ আকবর শাহ থানায় গিয়ে বিষয়টি পুলিশকে অবহিত করো আমি একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করি। পুলিশ মোবাইল ট্রেকিং করে আমার স্বামীর সর্বশেষ অবস্থান পাঁচ লাইশ থানার সিএসসিআর হাসপাতালে বলে জানান। সেখানে তিনি একজন ডাক্তারের কাছে চিকিৎসা করাতেন। তা নিশ্চিত হওয়ার জন্য সে হাসপাতালের ডাক্তারের সহকারী সুজনের কাছে গিয়ে জানতে পারি, “আমার স্বামী হাসপাতালে গিয়েছিল কথা বলে তিনি তিনি বের হয়ে গেছেন। সিসিটিভি ফুটেজ দেখে আমার স্বামী রহিম উল্লাহকে সনাক্ত করি। ফুটেজে দেখা গেছে তিনি প্রবর্তক মোড় থেকে ২ নম্বর গেটের দিকে হেটে যাচ্ছেন। এরপর আর কোনো কোনো ফুটেজে তাকে সনাক্ত করা যায়নি।

এবিষয়ে এবিষয়ে আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়ালি উদ্দিন গণমাধ্যমে বলেন, “রহিম উল্লাহ আমাদের থানা এলাকা থেকে নিখোঁজ হয়নি। তার সর্বশেষ লোকেশন ছিল পাঁচলাইশ থানা এলাকায়।”

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদিকুর রহমান জানান, “মোঃ রহিম উল্লাহকে অপহরণ করা হয়েছে নাকি নিজে আত্মগোপনে গেছেন তার সবকিছু মাথায় রেখে জিডির তদন্ত চলছে। এখনও পর্যন্ত তার অবস্থান সনাক্ত করা যায় যায়নি। পুলিশের তদন্ত চলমান রয়েছে।”

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102