April 26, 2024, 6:09 am
ব্রেকিং নিউজ

গুপ্তধন পাইয়ে দেওয়ার প্রলোভনে প্রতারণা, ‘জিনের বাদশা’ গ্রেফতার

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Sunday, March 12, 2023
  • 60 দেখা হয়েছে

দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে কলসিভর্তি সোনাদানা ও গুপ্তধন পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের মূল হোতা কথিত জিনের বাদশা ইমরান হোসেন কবিরাজকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার সন্ধ্যায় উপজেলার হাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের সদস্যরা।

ইমরান হোসেন ওই এলাকার মৃত আক্তার নবাব খানের ছেলে।

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের অধিনায়ক মেজর মোস্তফা জামান জানান, একমাস আগে জয়পুরহাট জেলা সদরের সাজ্জাদুল ইসলাম নামের এক ব্যক্তি কথিত জিনের বাদশা ইমরান কবিরাজের কাছে চিকিৎসা নিতে যান। একপর্যায়ে ইমরান জিনের মাধ্যমে তার চিকিৎসা দিয়ে রোগ নিরাময় ও অনেক ধনসম্পদ, গুপ্তধন পাইয়ে দেবে বলে আশ্বাস দেয়। শর্ত হিসেবে তাকে পাঁচ লাখ টাকা অগ্রিম দিতে হবে বলে জানায়।

ভুক্তভোগী কবিরাজকে তিন লাখ টাকা দেয় ও গুপ্তধন পাওয়ার পর দুই লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। টাকা নেওয়ার পর কবিরাজ তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় ও ফোন বন্ধ করে রাখেন।

মেজর মোস্তফা জামান বলেন, ভুক্তভোগী জয়পুরহাট র‌্যাব ক্যাম্পে অভিযোগ করলে তথ্য প্রযুক্তির সাহায্যে কবিরাজের অবস্থান শনাক্ত করি। শনিবার অভিযান চালিয়ে কথিত জিনের বাদশা প্রতারক চক্রের মূলহোতা ইমরান হোসেন কবিরাজকে প্রতারণার বিভিন্ন উপকরণসহ আটক করি। ইমরান হোসেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কাছ থেকে বিকাশ, নগদ ও অন্যান্য মাধ্যমে কলসিভর্তি সোনাদানা দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় বলে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়েরপূর্বক ঘোড়াঘাট থানায় সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102