April 20, 2024, 10:27 am
ব্রেকিং নিউজ

৬ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Sunday, March 12, 2023
  • 54 দেখা হয়েছে

স্পোর্টস ডেস্ক:
নিজের তৃতীয় ওভারে মেহেদী হাসান মিরাজ তার দ্বিতীয় উইকেট তুলে নিলেন। তার দ্বিতীয় বলে স্যাম কারান ১২ রানে স্টাম্পিং হন। ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে খেলেন তিনি। বল লিটন দাসের হাতে গেলে দ্রুত স্টাম্প ভাঙেন। দুই বল পর একইভাবে ক্রিস ওকসও ফিরে যান, রানের খাতা না খুলেই।

সাকিব আল হাসান ও হাসান মাহমুদের মতো প্রথম ওভারেই উইকেটের দেখা পেলেন মেহেদী হাসান মিরাজ। শামীম হোসেন পাটোয়ারীর বদলে একাদশে ঢুকে আস্থার প্রতিদান দিলেন তিনি। এই স্পিনার নবম ওভারের শেষ বলে মঈন আলীকে থামান। ১৭ বলে ১৫ রান করে বদলি ফিল্ডার শামীমের ক্যাচ হন ইংলিশ ব্যাটসম্যান। ৫৭ রানে চতুর্থ উইকেট নেই সফরকারীদের।

আগের ম্যাচে ৬৭ রানের সেরা ইনিংস খেলেছিলেন জস বাটলার। তাকে থামান হাসান মাহমুদ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ডানহাতি ফাস্ট বোলারের কাছে ফের থামলেন ইংলিশ অধিনায়ক। এবার মাত্র ৬ বল খেলে ৪ রান করেন বাটলার। হাসানের দুর্দান্তে ডেলিভারিতে বোল্ড হন তিনি। ওপেনিংয়ে না নেমে চারে ব্যাটিং করেন বাটলার।

তাসকিন আহমেদ ১৬ রানে প্রথম উইকেট তুলে নেন। ক্রিজে ফিল সল্টের সঙ্গে জুটি বাঁধেন মঈন আলী। পাওয়ার প্লে শেষে এই দুজন ইংল্যান্ডের স্কোরবোর্ডে যোগ করেছেন আরও ৩৪ রান।

পাওয়ার প্লেতে বাংলাদেশ দেয় ৫০ রান, পেয়েছে এক উইকেট। সপ্তম ওভারে সাকিব আল হাসান বল হাতে নেন এবং তৃতীয় বলেই পান সাফল্য। সল্টকে ফিরতি ক্যাচে থামান তিনি। ১৯ বলে ৩ চার ও ১ ছয়ে ২৫ রান করেন ইংলিশ ওপেনার। ওই ওভার সাকিব শেষ করেন মাত্র ১ রান দিয়ে। ৫০ রানে দ্বিতীয় উইকেট হারালো সফরকারীরা।

ইনিংসের প্রথম ওভার করেন তাসকিন আহমেদ। পঞ্চম বলে ম্যাচের প্রথম বাউন্ডারি মারেন ডেভিড মালান। নিজের পরের ওভারে বাংলাদেশি পেসার তাকে নিজের শিকার বানালেন। ১৬ রানে তাসকিন ভাঙলেন উদ্বোধনী জুটি। ৫ রানে হাসান মাহমুদের ক্যাচ হন মালান।

টি-টোয়েন্টিতে পাঁচ বছর পর ওপেনিংয়ে দেখা গেলো না জস বাটলারকে। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে শেষবার ওপেনারের ভূমিকায় ছিলেন না তিনি। ফিল সল্ট ও ডেভিড মালান বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে উদ্বোধনী জুটি গড়েছেন। ২ ওভারে তারা তুলে নিয়েছেন ১৬ রান।

মিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুই দলই একটি করে পরিবর্তন এনেছে একাদশে। শামীম হোসেন পাটোয়ারীর বদলে বাংলাদেশ দলে মেহেদী হাসান মিরাজ। ইংল্যান্ড মার্ক উডকে বসিয়ে ডেকেছে স্পিনার রেহান আহমেদকে। এই প্রথমবার টেস্ট খেলবেন তিনি।

বাংলাদেশ একাদশ: রনি তালুকদার, লিটন দাস (উইকেটকিপার), নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ: ফিল সল্ট, ডেভিড মালান, জস বাটলার (অধিনায়ক ও উইকেকিপার), বেন ডাকেট, মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, রেহান আহমেদ, জোফরা আর্চার।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102