November 29, 2023, 2:41 am
ব্রেকিং নিউজ

নিউজার্সি স্টেট আ.লীগ সভাপতি আজমল আলীর বাংলাদেশ গমন : রেজাউল করিম চৌধুরী ভারপ্রাপ্ত সভাপতি

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Friday, March 10, 2023
  • 120 দেখা হয়েছে

 

নিউজার্সি:

যুক্তরাষ্ট্রের নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সভাপতি আজমল আলী সস্ত্রীক গত ৯ মার্চ , বৃহস্পতিবার রাতে বাংলাদেশ সফরে গেলেন। নিউইয়র্কের জে এফ কে এয়ারপোর্টে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঐদিন সকালে ঢাকার উদ্দেশ্যে আমেরিকা ত্যাগ করেন।

এর আগে নিউজার্সির প্যাটারসন সিটিতে নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম চৌধুরী, এম এ হামিদ, সাধারণ সম্পাদক সাংবাদিক বিশ্বজিৎ দে বাবলু, যুগ্ন সাধারণ সম্পাদক প্রভাষক তাজ উদ্দীন আহমেদ, আব্দুল মুকিত, এডভোকেট মাহফুজুর রহমান রুমন, দপ্তর সম্পাদক রাসেল মাহমুদ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান, তথ্য ও গবেষনা সম্পাদক শাহাব উদ্দীন, জনসংখ্যা বিষয়ক সম্পাদক অরুন চক্রবর্তী, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সিনিয়র নেতা আবুল কাসেম মোহাম্মদ আনোয়ার সাদাত, মনোয়ার হোসেন মনু, দিবাকর দাশ, কফিল উদ্দীন, কৌশিক দে, প্যাটারসন সিটি আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অপূর্ব অপু-সহ সিটি ও স্টেট আওয়ামী লীগের অসংখ্য নেতৃবৃন্দ তাদেরকে বিদায় জানান। আজমল আলী এক মাসের মতো বাংলাদেশে অবস্থান করবেন বলে জানা গেছে।

এদিকে নিউজার্সি স্টেট আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রাসেল মাহমুদ প্রেরীত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে: সভাপতি আজমল আলী’র বাংলাদেশ সফরকালীন সময়ে নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নেতৃত্বের গতিশীলতা ও ধারাবাহিকতা অব্যাহত রাখার লক্ষ্যে দলের অন্যতম সহ সভাপতি রেজাউল করিম চৌধুরী নিউজার্সি স্টেট আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102