April 25, 2024, 3:37 pm
ব্রেকিং নিউজ

হাওরের জীব বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত না করেই ফসল রক্ষাবাঁধের কাজ করতে হবে- পানি সম্পদ সচিব

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Saturday, March 4, 2023
  • 58 দেখা হয়েছে

লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ:

পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান বলেছেন, সুনামগঞ্জ জেলার ফসল রক্ষাবাঁধের কাজ হাওরের জীব বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত না করেই করতে হবে। আগাম বন্যার ঝুকিঁ মোকাবেলার চিন্তা মাথায় রেখেই কাজ করতে হবে। গত বছরের অভিজ্ঞতার আলোকে মজবুত করে বাঁধ নির্মাণ করার আহ্বান জানান। সবার সম্মিলিত সহযোগিতায় আশা করি ভাল ভাবেই কাজ নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন হবে। আমাদের মনিটরিং জোরদার করেছি আগামীতেও আরও তিনটি টিমের ৯ জন কর্মকর্তাগণ এর পরে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও আসবেন। জেলা কমিটির সদস্য গণ ও নিয়মিত পরিদর্শন ও মনিটরিং করছেন।
৪ মার্চ শনিবার রাত ৮ টায় সুনামগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কাবিটা স্কীম প্রণয়ন ও বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সাথে মত বিনিময়ের সময় সচিব এসব কথা বলেন। জেলা প্রশাসক ও জেলা কাবিটা কমিটির সভাপতি দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক এস এম শহীদুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী খুশী মোহন সরকার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী, পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ১ মোঃ মামুন হাওলাদার নির্বাহী প্রকৌশলী ২ সামসুদ্দোহা, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শেখ মহি উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব বিজন কুমার সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক, এডিএম এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহাবুব আলম কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক বিমল চন্দ্র সোম, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আলী আমজাদ হাওর বাঁচাও আন্দোলনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী সকল ইউএনও ও এস ও গণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: সুনামগঞ্জ জেলার ৪৩ টি হাওরের ১০৭৮টি পিআইসির মাধ্যমে ৭৪৫ কিলোমিটার বাঁধ নির্মাণ ও সংস্কারের জন্য মোট ২০৩ কোটি টাকার বরাদ্দ দিয়েছেন সরকার।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102