April 27, 2024, 12:33 am
ব্রেকিং নিউজ

বাঙ্গালহালিয়া মোটর সাইকেল ও জীপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Saturday, March 4, 2023
  • 224 দেখা হয়েছে

 

চাইথোয়াইমং মারমা রাঙ্গামাটি জেলা প্রতিবেদকঃ

রাঙ্গামাটি জেলা রাজস্থলী উপজেলা বাঙ্গালহালিয়া ইউনিয়নের কাঁকড়াছড়ি মারমা পাড়া এলাকায় মোটর সাইকেল ও চাঁদের জীপ গাড়ি মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল চালক নিহত হয়। দুপুর ২ টা দিকে বাঙ্গালহালিয়া বাজার হতে মোটর সাইকেল ২ আরোহি নাইক্যছড়া পাড়া উদ্দেশ্য রওনা হয় মাঝখানে কাঁকড়াছড়ি মারমা পাড়া নিকস্ট পৌছলে বিপরীত হতে দ্রুত গামী চাঁদের গাড়ি জীপ ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়ে ২ আরোহী রাস্তা হতে অনেক দূরে ছিটকে পড়ে সাথে সাথে মোটর সাইকেল চালক নিহত হন। এলাকার স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান চাঁদের গাড়ি জীপ ও মোটর সাইকেল দ্রুত গতিতে ছিল বলে মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনায় ঘটেছে। উল্লেখ্য নিহত মোটর সাইকেল চালক মোঃ আরিফুর রহমান (২৬) পিতার নাম মোঃ রবি ২নং শফিপুর এলাকার স্থানীয় বাসিন্দা হয়।আহত গরু ব্যবসায়ী শাহেদ (৪৬) রাঙ্গুনিয়া শিলক এলাকার নুরুল ইসলাম ছেলে বলে জানা যায়। গুরুত্ব আহত শাহেদ কে স্থানীয়রা উদ্ধার করে চট্রগ্রাম মেডিকেল কলেজ প্রেরণ করা হয়েছে। এ দূর্ঘটনায় বিষয়ে আমতলী পুলিশ ফাড়ি ইনচার্জ আইসি নুরুল আমিন গণমাধ্যম কে নিশ্চিত করে জানান মোটর সাইকেল চালক মোঃ আরিফুর রহমান নামে যুবক সড়ক দূর্ঘটনায় সাথে সাথে ঘটনাস্থলে মারা যায়। মোটর সাইকেল ও চাঁদের জীপ গাড়ি কে পুলিশ রা উদ্ধার করে চন্দ্রঘোনা থানা আনা হয়েছে বলে সুত্রে জানা যায়। পার্বত্য এলাকার রাজস্থলী উপজেলা এ কয়েকমাসে সড়ক গাড়ি মোটর সাইকেল দূর্ঘটনায় প্রায় ঘটছে বলে স্থানীয় বাসিন্দা কয়েকজন জানিয়েছে। একদিকে পাহাড়ে বিভিন্ন ছোট বড় যানবাহন চলাচলে গাড়ি ফিটনেস রোড পারমিট চালক লাইসেন্সবিহীন অতি দ্রুত গতি ট্রাফিক আইন কানুন না মানার কারণে এধরনে প্রায় সময় দূর্ঘটনায় কবলিত দেখা যায়। সময়ে চেয়ে জীবনের মূল্যে অনেক বেশি একটি সড়ক দূর্ঘটনায় সারা জীবনে কান্নায় পুরো পরিবার। সকলে সচেতন হোন ট্রাফিক আইন মেনে চলুন। সড়ক দূর্ঘটনায় হতে নিচে বাঁচুন অন্যকে বাঁচান।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102