April 23, 2024, 3:45 pm
ব্রেকিং নিউজ

বগুড়ায় জাতীয় ভোটার দিবস পালন

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Thursday, March 2, 2023
  • 75 দেখা হয়েছে

বগুড়া প্রতিনিধি:
‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’ এই স্লোগানে বগুড়ায় পঞ্চম জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে।

জেলা নির্বাচন কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক চত্বর হতে র‌্যালি বের হয়। র‌্যালি শেষে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘যারা নতুন ভোটার হবে তারা যেন কোনভাবেই হয়রানির শিকার না হন। নির্বিঘ্নে তারা যেন ভোটার হতে পারেন। কারণ জাতীয় পরিচয়পত্র জনজীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে সকল নাগরিকের ডাটাবেজ তৈরি করে নতুন ভোটার হওয়ার সুযোগ সৃষ্টি করা হয়েছে। ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি নিশ্চিত করার দায়িত্ব একজন প্রার্থীর। ভোটাররা শতভাগ উপস্থিত হয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিলেই যোগ্য প্রতিনিধি নির্বাচিত করা সম্ভব।’

সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. মাহমুদ হাসানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল মোমিন খান, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহারিয়ার, বগুড়া প্রেকক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু।
সভা সঞ্চালনা করেন সদর উপজেলা নির্বাচন অফিসার মোছা. আছিয়া খাতুন।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102