April 25, 2024, 10:28 pm
ব্রেকিং নিউজ

রাজবাড়ীতে সাংবাদিকের উদ্যোগে পাগল ও পাগলি পেল নতুন টিউবওয়েল

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Wednesday, March 1, 2023
  • 183 দেখা হয়েছে

 

রাজু আহমেদ স্টাফ রিপোর্টার রাজবাড়ী

পাগল ও পাগলি নামে এলাকায় পরিচিত অসহায় পরিবার পেল টিউবওয়েল। রাজবাড়ীর সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর এলাকায় অসহায় দম্পতি আলেয়া ও ইউনুসের বসবাস। তাদের নিজস্ব কোন জমি নেই। এলাকার নান্নু নামে একজন দানবীর মানুষ। তার নিজস্ব জায়গার বাঁশ তলায় এই অসহায় দম্পতির থাকার ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু অসহায় দম্পতির থাকার ঘরটুকু ছিল না। মানুষের সহযোগিতায় তার টিনের ছাপরাঘর হয়েছে । তাদের পরিবারের ছিল না টিউবওয়েল। তারা খাবার পানি সহ গোসলের পানির জন্য অনেক কষ্ট করেছেন। অবশেষে বিষয়টি নজরে আসে জিবি২৪ লাইভ টিভির সম্পাদক ও প্রকাশক মোঃ সোহাগ মিয়া এবং জাতীয় দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকার সাংবাদিক রাজু আহমেদ। অসহায় পরিবারের টিউবওয়েল নেই এমন একটি ভিডিও প্রতিবেদন হলে। এই অসহায় পরিবারের কষ্টের শব্দ পৌঁছায় সৌদি আরব প্রবাসী আরিফ মোল্লার কাছে।
আরিফ মোল্লার কষ্টের টাকা দিয়ে এই অসহায় পরিবারের টিউবয়েলের ব্যবস্থা করে দেন।

আলেয়া ও ইউসুফ দম্পতি জানান, আমাদের পরিবারে এখন আর পানির কষ্ট হবে না। আল্লাহর কাছে আরিফ ভাইয়ের জন্য দোয়া করি। সেই সাথে সাংবাদিক সোহাগ ভাই সাংবাদিক রাজু আহমেদ ভাই সাংবাদিক আশিক ভাই তারা যেন সবসময় ভালো থাকে ।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102