March 21, 2023, 11:23 am
ব্রেকিং নিউজ

নড়াইলে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Saturday, February 25, 2023
  • 13 দেখা হয়েছে

নড়াইল প্রতিনিধি :
নড়াইলে পরিবহন থেকে চাঁদা তোলার অভিযোগে দুজন পরিবহন শ্রমিককে আটক করেছে পুলিশ। প্রতিবাদে জেলা বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন যৌথভাবে পরিবহন চলাচল বন্ধ করে দিয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন জনসাধারণ।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত (এ সংবাদ লেখার আগপর্যন্ত) বাস চলাচল বন্ধ রয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে পরিবহন থেকে টাকা আদায়কারী খোকন বিশ্বাস (৫০) ও শাকিব (১৭) নামে দুজন শ্রমিককে আটক করেছে পুলিশ।

জানা যায়, বাস মালিক সমিতির অনুমতিক্রমে শ্রমিক কল্যাণ তহবিলে ৩০ টাকা করে বাস প্রতি চাঁদা উত্তোলন করা হয়। বৃহস্পতিবার শ্রমিক ইউনিয়নের কার্ডধারী খোকন বিশ্বাস ও সাকিব নামে দুই শ্রমিক শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় টাকা আদায় করছিলেন। এ সময় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল চাঁদা আদায়ের অভিযোগে তাদের আটক করে।

জানা গেছে, আটকের প্রতিবাদেই বাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছে জেলা বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। এদিকে বাস বন্ধে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। বাস বন্ধ থাকায় অতিরিক্ত অর্থ দিয়ে বিকল্প যানবাহনে গন্তব্যস্থলে যেতে হচ্ছে তাদের। এতে সময় ও অর্থ বেশি ব্যয় হচ্ছে।

এ প্রসঙ্গে নড়াইল আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আলগীর হোসেন বলেন, নড়াইলে আটক দুই শ্রমিকের মুক্তির দাবিতে শুক্রবার সকাল থেকে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন যৌথভাবে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে। প্রশাসনের সঙ্গে আলোচনা হতে পারে। এটি ফলপ্রসূ হলে ধর্মঘট প্রত্যাহার হবে। অন্যথায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এ বিষয়ে পুলিশের বক্তব্য জানতে যোগাযোগ করা হলেও মন্তব্য করতে রাজি হননি কেউ।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102