April 23, 2024, 6:22 am
ব্রেকিং নিউজ

বগুড়ায় শিক্ষার্থীদের সাথে ভারতীয় সাইক্লিস্ট সবিতা

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Monday, February 20, 2023
  • 62 দেখা হয়েছে

বগুড়া প্রতিনিধি:
সাইকেল চালিয়ে কাশ্মীর থেকে বাংলাদেশে আসা তরুণী সবিতা মাহাতো বগুড়ার শিক্ষার্থীদের সাথে সময় কাটালেন। সোমবার দুপুরে শহরের বীট মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যোগ দেন তিনি।

এসময় তিনি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে আড্ডা এবং খেলায় মেতে উঠেন। শিক্ষার্থীরা তাকে পেয়ে হাত মিলিয়ে শুভেচ্ছা জানান।
২৮ বছর বয়সের সবিতা মাহাতো ভারতের পশ্চিমবঙ্গের তারাকেশর এলাকার বাসিন্দা। গত বছরের ৬ ডিসেম্বর ভারতের কাশ্মীরের ভারত-পাকিস্থান সীমান্ত থেকে বাংলাদেশের উদ্দেশ্য রওনা হন তিনি। প্রায় ৪ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি বাংলাদেশ সীমান্তে প্রবেশ করেন। এতে সময় লেগেছে ৭৩ দিন।

সবিতা মাহাতো জানান, সাইকেল চালিয়ে বিভিন্ন দেশে যাওয়া আমার নেশা। এ কারণেই নিকটতম বাংলাদেশ ঘুরে দেখতে এসেছি। পর্যায়ক্রমে এই দেশের বিশেষ বিশেষ জেলাগুলো ঘুরে দেখবো। এতে বাংলাদেশে ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারবো।

তিনি আরো জানান বগুড়ায় এসে এই স্কুলের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়ে অনেক ভালো লাগছে। বগুড়ার পরিবেশ অনেক ভালো। সেই সাথে এই অঞ্চলের শিল্প ও সংস্কৃতির সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102