April 20, 2024, 1:20 am
ব্রেকিং নিউজ

পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার ভ্রমণ!

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Saturday, February 18, 2023
  • 66 দেখা হয়েছে

দিনাজপুর প্রতিনিধি :
প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণ শুরু করেছে দিনাজপুর টেক্সটাইল ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের চার জন সদস্য।

‘সবাই একটু সচেতন হলে, বিদ্যুৎ অপচয়ে মুক্তি মেলে, ‘না করলে দুর্নীতি দেশের হবে উন্নতি’, ‘প্লাস্টিক বর্জন করুন জলবায়ু রক্ষা করুন’, ‘মাটির শত্রু পলিথিন, বিকল্প ব্যবহার বেঁছে নিন’ এসব স্লোগানকে সামনে রেখে শুক্রবার সকালে দিনাজপুর টেক্সটাইল ইনস্টিটিউট থেকে রোভার শামিম আহমেদ, জুলফিকার, সাকিব ও আসিফ হাসান নামে চার রোভার এই পরিভ্রমণ শুরু করেন। তাদের ভ্রমণ বাংলবান্ধা জিরো পয়েন্টে গিয়ে শেষ হবে।

শুক্রবার সন্ধ্যায় দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরের পৌঁছলে পৌর মেয়র মো. মোশাররফ হোসেন বাবুল তাদের ফুল দিয়ে বরণ করেন নেন। পরে বিজয় চত্বরে তাদের গণসংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের পক্ষে সাধারণ সম্পাদক নুরিয়াস সাঈদ সরকার, পৌর কাউন্সিলর তাইজ উদ্দিন আহম্মেদ, বীরগঞ্জ প্রতিদিন পত্রিকার সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা স্কাউটসের সাবেক সম্পাদক গোবিন্দ চন্দ্র রায়, সাবেক স্কাউট লিডার মোবারক আলী, বীরগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের গার্ল- ইন রোভার রুমানা ফারজানা, রোভার ফরহাদ হোসেন, তানভীরসহ একদল রোভার তাদের ফুলেল শুভেচ্ছা জানান।

যাত্রাপথে তারা বিভিন্ন শিক্ষা ও শিল্প প্রতিষ্ঠান, প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন ও পর্যবেক্ষণ করবেন। একই সঙ্গে সাধারণ জনগণের মধ্যে বিদ্যুৎ অপচয়ে সচেতনতা, দুর্নীতি রোধ, প্লাস্টিক বর্জন, জলবায়ু রক্ষা, পলিথিনের বিকল্প ব্যবহারে সচেতনতা ইত্যাদি বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালাবেন।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102