হায়দার আলী (স্টাফ রিপোর্টার) চট্টগ্রাম
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) এর টাইগার পার্সস্থ অস্থায়ী কার্যালয়ের ৪র্থ তলার ৪১০ নম্বর কক্ষে নির্বাহী প্রকৌশলীর উপর হামলার ঘটনায় অভিযান চালিয়ে ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- সঞ্জয় ভৌমিক (কংকন), সুভাষ মজুমদার, নাজমুল হাসান (ফিরোজ) ও মাহমুদ উল্লাহ।
২৯ জানুয়ারী (রবিবার) দিবাগত রাতে চট্টগ্রাম মহানগরীতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে মামলায় অভিযুক্ত আসামি হলেন ৩জন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১জন রয়েছে।
এর আগে ২৯ জানুয়ারি (রবিবার) রাতে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) এর নিরাপত্তা কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন বাদী হয়ে ১০জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৫-১০জনের বিরুদ্ধে নগরীর খুলশী থানায় মামলা দায়ের করে।
চসিকের মামলায় অভিযুক্ত আসামি হলেন- এম. জে. ট্রেডার্সের মালিক সাহাব উদ্দিন, মেসার্স শাহ আমানত ট্রেডার্সের সঞ্জয় ভৌমিক (কংকন), মেসার্স মাসুদ এন্টারপ্রাইজের মোঃ ফেরদৌস, মেসার্স শাহ আমানত ট্রেডার্সের সুভাষ মজুমদার, মেসার্স হাবিব করপোরেশনের হাবিব উল্লাহ খান, মেসার্স নাজিম এন্ড ব্রাদার্সের নাজিম, মেসার্স রাকিব এন্টারপ্রাইজের নাজমুল হাসান (ফিরোজ) অজ্ঞাত ঠিকানায় ফরহাদ, মেসার্স ইফতেখার এন্ড ট্রেডার্সের ইউসুফ ও জ্যোতি এন্টারপ্রাইজের আশিষ বাবু।
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সচিব খালেদ মাহমুদ এ তথ্যটি নিশ্চিত করে জানান যে, “চসিকের এ ঘটনায় রাতে চসিক ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। এ কমিটির প্রধান হলেন- চসিকের রাজস্ব কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ। কমিটির অন্য সদস্যরা হলেন- চসিকের আইন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মনীষা মহাজন ও চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির। ইতিমধ্যে গঠিত তদন্ত কমিটি তদন্ত কার্যক্রম শুরু করেছে। ৩দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।”
চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা সাংবাদিকদের বলেন, “গতকাল চসিকের নির্বাহী প্রকৌশলী গোলাম ইয়াজদানীর উপর হামলার ঘটনায় মামলা হয়েছে। ইতিমধ্যে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।”