April 20, 2024, 11:44 am
ব্রেকিং নিউজ

বাংলাদেশ-ভারতের সমস্যা সমাধানে গণমাধ্যম ভূমিকা রাখতে পারে

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Sunday, January 29, 2023
  • 61 দেখা হয়েছে

সিলেট প্রতিনিধি::
বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সমস্যাবলী সমাধানে দুদেশের গণমাধ্যম বিশেষ ভূমিকা রাখতে পারে। প্রিন্ট মিডিয়ার পাশাপাশি ইলেক্ট্রনিক মিডিয়ার ব্যাপক প্রসারের বর্তমান সময়ে উভয় দেশের সাংবাদিকদের গুরুত্ব এক্ষেত্রে অপরিসীম।
শনিবার সিলেট প্রেস ক্লাবের আমীনূর রশীদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত ‘ইন্দো-বাংলা মিডিয়া ডায়লগ’ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ইন্দো-বাংলা জার্নালিস্টস ফোরাম আয়োজিত অনুষ্ঠানের সহযোগিতায় ছিল সিলেট প্রেস ক্লাব। এতে ভারতের বিভিন্ন রাজ্যের ৬ জন ও ঢাকা থেকে ৮ জন বিশিষ্ট সাংবাদিক যোগ দেন।

ফোরামের সভাপতি ভারতের বিশিষ্ট সাংবাদিক গীতার্থ পাঠকের সভাপতিত্বে ও সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনুর পরিচালনায় অনুষ্ঠিত মিডিয়া ডায়লগে স্বাগত বক্তব্য রাখেন ফোরামের সাধারণ সম্পাদক খায়রুজ্জামান কামাল। বক্তব্য রাখেন সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সাবেক সভাপতি আহমেদ নূর ও ইকরামুল কবির।

বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সর্বাত্মক সহায়তার কথা উল্লেখ করে সাংবাদিক নেতারা বলেন, ভ্রাতৃপ্রতিম দুই দেশের সম্পর্ক উন্নয়নে মুজিব-ইন্দিরা চুক্তির সম্পূর্ণ বাস্তবায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাছাড়া বর্তমান সময়ের বাস্তবতায় সিলেট তথা বাংলাদেশের সাথে বাণিজ্য প্রসারে ভারতের সাতটি রাজ্য বিশেষ ভূমিকা রাখতে পারে। এজন্য প্রয়োজন উভয় দেশের যোগাযোগ সহজতর করা। বিশেষ করে ভিসা ইস্যুর প্রক্রিয়া দ্রুততর ও সহজতর করা সময়ের দাবি। এ জন্য উভয় দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও আন্তরিক হতে হবে বলে তারা অভিমত ব্যক্ত করেন।

এছাড়া উভয় দেশের সাংবাদিক সংগঠনগুলোর সম্পর্ক জোরদারে যোগাযোগ বৃদ্ধির ওপরও জোর দেন বক্তারা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- ভারতের কেরালা থেকে আগত সাংবাদিক বশির মেডালা, উত্তর প্রদেশের শিব প্রকাশ গৌর, মণিপুরের আসেম বক্ত সিংহ, কে নওবা ও আসামের সুনিতা দেবী, ঢাকা থেকে আগত শাহনাজ পলি, এমএ হাদী, আতিক বাবু, সুরাইয়া মুন্নী, নাসরীন গীতি, সিলেট প্রেস ক্লাবের সহ সভাপতি এম এ হান্নান ও আব্দুল কাদের তাপাদার, সাবেক সহ-সভাপতি আ ফ ম সাঈদ, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিলেট প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ কাউসার চৌধুরী, সাবেক কোষাধ্যক্ষ খালেদ আহমদ, সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইমজার সভাপতি মঈন উদ্দিন মনজু, ক্লাব সদস্য ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সহ-সভাপতি মো. দুলাল হোসেন।

অনুষ্ঠানের শুরুতেই ইন্দো-বাংলা জার্নালিস্টস ফোরামের প্রতিনিধি দলের সদস্যদের ফুল ও উত্তরীয় দিয়ে বরণ করে নেন ক্লাবের সাবেক ও বর্তমান কর্মকর্তারা।

উপস্থিত ছিলেন সাবেক সহ-সভাপতি হুমায়ূন রশিদ চৌধুরী ও আতাউর রহমান আতা, সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. আফতাব উদ্দিন, সিনিয়র সদস্য আব্দুল মালিক জাকা, জিয়াউস-শামস-শাহীন, সহ-সাধারণ সম্পাদক আহমাদ সেলিম, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মারুফ আহমদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ, কার্যনির্বাহী সদস্য আশকার ইবনে আমিন লস্কর রাব্বী, এম আহমদ আলী ও আব্দুর রাজ্জাক, সাবেক গল্পকার সেলিম আউয়াল, সাবেক ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক নূর আহমদ, সাবেক পাঠাগার ও প্রকাশনা সম্পাদক খালেদ আহমদ, ক্লাব সদস্য চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, আব্দুল বাতিন ফয়সল, মো. মুহিবুর রহমান, মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, ফারুক আহমদ, এমএ মতিন, দিগেন সিংহ, সুনীল সিংহ, মুন্সী ইকবাল, সিন্টু রঞ্জন চন্দ, শুয়াইবুল ইসলাম, হোসাইন আহমদ সুজাদ, এটিএম তুরাব, শফিক আহমদ শফি, আব্দুল আওয়াল চৌধুরী শিপার ও সহযোগী সদস্য হুমায়ুন কবির লিটন প্রমুখ।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102