April 23, 2024, 7:57 am
ব্রেকিং নিউজ

শিক্ষাক্রম-২০২৩ এর বিতর্কিত পাঠ্যক্রম বাতিলের দাবিতে মানববন্ধন

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Thursday, January 26, 2023
  • 64 দেখা হয়েছে

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উদ্যোগে শিক্ষাক্রম ২০২৩ সংস্কার, বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও পাঠ্যক্রম প্রণয়নে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে কলাপাড়া প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মো. শাকিরুল ইসলামের সভাপতিত্বে এবং নোমান সিদ্দিকীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র শাওন তালুকদার, আন্দোলন কলাপাড়া উপজেলা শাখার সহসভাপতি জাকারিয়া হামিদি, দাওয়াহ সম্পাদক শাওন তালুকদার।

এ সময়ে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কলাপাড়া উপজেলার শাখার সাংগঠনিক সম্পাদক মো. রাহাতুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মো. মাসুম বিল্লাহ হাওলাদার, অর্থ সম্পাদক ইমরান হোসেন প্রমুখ।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কলাপাড়া উপজেলার শাখার সহ সভাপতি হাফেজ মো. জাকারিয়া হামিদ বলেন, ‘ইসলামী শিক্ষাকে বিকৃত করতে তৎপর শিক্ষা মন্ত্রণালয়, কোমলমতি শিশুদের শ্রেণিকক্ষে বিবর্তনবাদ নিয়ে আসে সাম্প্রতিক দাঙ্গা সৃষ্টি করেছে তারা। মুসলিমদের ইতিহাস ঐতিহ্য বাদ দিয়ে অমুসলিমদের কৃষ্টি-সংস্কৃতি তুলে ধরেছে তারা। যদি এ পুস্তক সংস্কর না করে তাহলে আমাদের আন্দোলন চলমান থাকবে।’

মানববন্ধন শেষ দোয়া ও মোনাজাত করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার সদস্য মো. মশিউর রহমান।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102