April 16, 2024, 7:23 pm
ব্রেকিং নিউজ

আয়রনম্যানে আরাফাতের স্বর্ণ জয়

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Saturday, January 14, 2023
  • 69 দেখা হয়েছে

স্পোর্টস ডেস্ক :

নির্দিষ্ট দূরত্বের সাঁতার, সাইক্লিং ও দৌড়ের সমন্বয়ে খেলাকে ট্রায়াথলন বলা হয়। এই খেলার ক্রীড়াবিদদের বলা হয় ট্রায়াথলেট। আয়রনম্যান হলো এক দিনে অনুষ্ঠিত পৃথিবীর কঠিনতম ট্রায়াথলন।

বিশ্ব চ্যাম্পিয়নশিপসহ চারটি আয়রনম্যান প্রতিযোগিতায় অংশ নিয়ে সফল হয়েছেন বাংলাদেশের ট্রায়াথলন ক্রীড়াবিদ মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত।

আয়রনম্যান এডব্লিউএর তালিকা অনুযায়ী বিশ্বে ৩০-৩৪ বছর বয়সী ট্রায়াথলেটদের মধ্যে আরাফাতের অবস্থান ১৩৬তম। বাংলাদেশে তার অবস্থান ১ নম্বরে। এডব্লিউএ ১২ জানুয়ারি এই তালিকা প্রকাশ করেছে।

আয়রনম্যান এডব্লিউএ প্রোগ্রাম বছরজুড়ে ক্রীড়াবিদদের কঠোর পরিশ্রম এবং আয়রনম্যান ও আয়রনম্যান ৭০.৩ প্রতিযোগিতায় পারফরম্যান্স বিচার করে এই পুরস্কার দেয় এবং বৈশ্বিক তালিকা (র‌্যাঙ্কিং) প্রণয়ন করে।

মোহাম্মদ সামছুজ্জামান আরাফাতই প্রথম বাংলাদেশি ক্রীড়াবিদ, যিনি স্বর্ণ পুরস্কার পেলেন। গত বছর আয়রনম্যানের চারটি প্রতিযোগিতায় আরাফাতের অর্জন ১০,৯১১ পয়েন্ট।

আয়রনম্যানে স্বর্ণ পুরস্কার পাওয়ার পর আরাফাত বলেন, ‘এত দিন আয়রনম্যান প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যালেঞ্জ সম্পন্ন করাই ছিল উদ্দেশ্য। এখন এই স্বীকৃতি আরও ভালো করার উৎসাহ জোগাবে। বাংলাদেশের সব ট্রায়াথলেটের জন্যই এটি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আমি নিজে প্রতিদিনই আগের দিনের চেয়ে ভালো করার চেষ্টা করি। সে অনুযায়ী অনুশীলন করে যাচ্ছি।’

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102