March 21, 2023, 11:08 am
ব্রেকিং নিউজ

খুলনার দিঘলিয়ায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের নামে কেনা সাম্প্রতিক ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Friday, January 6, 2023
  • 112 দেখা হয়েছে

 

ইমরান মোল্লা স্টাফ রিপোর্টার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার খুলনা সফরে গিয়ে দিঘলিয়ার নগর ঘাটে তার মায়ের রেখে যাওয়া সম্পত্তি ঘুরে দেখেছেন। আজ দুপুরে টুঙ্গিপাড়া থেকে সড়কপথে তিনি খুলনায় পৌঁছান। বিকেল পৌঁনে ৪টা নাগাদ দিঘলিয়ার নগরঘাট এলাকায় পৌঁছে ফেরিতে ওঠেন। এরপর ভৈরব নদীর কোলঘেঁষা জমি ও স্থাপনা ঘুরে দেখেন।

এ সময় পরিবারের সদস্যরা তার সঙ্গে ছিলেন। এটি ছিল প্রধানমন্ত্রীর একান্ত ব্যক্তিগত সফর। এদিকে, প্রধানমন্ত্রীর খুলনা সফরকে কেন্দ্র করে গোটা এলাকায় নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়। আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ছিলেন ব্যাপক তৎপর।

জানা গেছে, আগেই প্রধানমন্ত্রীর জন্য নগর ঘাটে একটি ফেরি রাখা ছিল। জেলখানা ঘাট থেকে ফেরিটি নগর ঘাটে আনা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘাটে পৌঁছে ফেরিতে ওঠেন। এ সময় তার সঙ্গে শেখ রেহানা, শেখ হেলাল উদ্দিন এমপি, শেখ সালাহ উদ্দিন জুয়েল এমপিসহ পরিবারের অন্য সদস্য এবং প্রশাসনের কর্মকর্তারা ছিলেন। ভৈরব নদীর কোলঘেঁষে তার মায়ের সম্পত্তিতে যে পাটের গোডাউন রয়েছে সেখানে নেমে ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। পরে নগর ঘাট থেকে খুলনার শেরেবাংলা রোডে চাচা শহিদ শেখ আবু নাসেরের বাড়িতে যান। সেখানে পরিবারের সদস্যদের নিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটান প্রধানমন্ত্রী। পরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেন তিনি। 

খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের নেতৃত্বে নগর ও জেলা আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে শেখ বাড়িতেই চা চক্রে বসেন প্রধানমন্ত্রী। তারপর কিছু সময়ের মধ্যে খুলনা ত্যাগ করেন।

 

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102