April 20, 2024, 8:24 am
ব্রেকিং নিউজ

সরকার কারাগারকে সংশোধনাগারে রুপান্তরিত করে,বন্দিদেরকে উপযোগি প্রশিক্ষণ দিচ্ছে —- স্বরাষ্ট্র মন্ত্রী

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Tuesday, November 29, 2022
  • 84 দেখা হয়েছে

এম আব্দুল লতিফ সিদ্দিকী।।

২৯-নভেম্বর গাজীপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কারাগারকে সংশোধনাগারে রূপান্তর করতে ব্যাপক কর্মসূচি গ্রহণ এবং বাস্তবায়ন করে চলছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত সরকার।
কারাগারে আটক বন্দিদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে উপযোগী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। জঙ্গি ও শীর্ষ সন্ত্রাসীরা যাতে কোনোরূপ সমাজ ও রাষ্ট্রবিরোধী তৎপরতা চালাতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার গুরুত্তারোপ করেন তিনি।
শ্রমবাজারের চাহিদার সঙ্গে সংগতি রেখে দেশের ৩৮টি কারাগারে ৩৯ ট্রেডে বন্দিদের উৎপাদিত পণ্যসামগ্রীর বিক্রয়লব্ধ অর্থ থেকে ৫০% লভ্যাংশ বন্দিদের দেওয়া হচ্ছে। যা বন্দিরা পরিবারের কাছে পাঠাতে পারছেন।

আজ (২৯ নভেম্বর) সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ৬০তম কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, শ্রমবাজারের চাহিদার সঙ্গে সংগতি রেখে দেশের ৩৮টি কারাগারে ৩৯ ট্রেডে বন্দিদের উৎপাদিত পণ্যসামগ্রীর বিক্রয়লব্ধ অর্থ থেকে ৫০% লভ্যাংশ বন্দিদের দেওয়া হচ্ছে। যা বন্দিরা তাদের পরিবারের কাছে পাঠাতে পারছেন।
অনুষ্ঠানে নবীন কারারক্ষীদের মধ্যে বেস্ট ফায়ারার হিসেবে মেহেরপুর কারাগারের কারারক্ষী মো. ইমানুর রহমান শিপন, ড্রিলে প্রথমস্থান অধিকার করায় নরসিংদী জেলা কারাগারের কারারক্ষী মো. রনি দেওয়ান, পিটিতে প্রথমস্থান অধিকার করায় খাগড়াছড়ি জেলা কারাগরের কারারক্ষী মো. রবিউল ইসলাম এবং সর্ববিষয়ে চৌকস নির্বাচিত হওয়ায় মানিকগঞ্জ জেলা কারাগারের কারারক্ষী মিন্টু ঘোষকে ক্রেস্ট প্রদান করা হয়।

মন্ত্রী আরোও বলেন,কারাগারের ভিতরে কোনোভাবেই যাতে বিধিবহির্ভূত নিষিদ্ধ দ্রব্য প্রবেশ করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখার তাকিদ দেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দীর্ঘদিন ধরেই পরিকল্পনা করে জঙ্গিরা অঘটন ঘটাচ্ছে, তদন্ত রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব মো. আবদুল্লালাহ আল মাসুদ চৌধুরী ও কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক কারাগারের উর্ধ্বতন কর্মকতা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102