April 24, 2024, 9:24 am
ব্রেকিং নিউজ

দুবাইয়ে উইমেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Monday, October 3, 2022
  • 89 দেখা হয়েছে

ওবায়দুল হক মানিক, আমিরাত থেকে

দুবাইয়ের সামাজিক সংগঠন বাংলাদেশ উইমেন অ্যাসোসিয়েশনের আয়োজনে রোববার (২ অক্টোবর) দুবাইয়ের সোনাপুরে প্রবাসীদের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, রক্ত, বিএমআই, সুগার টেস্ট করা হয়েছে৷ এতে প্রায় দুই শতাধিক প্রবাসী অংশ নেন।

মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেলে বিএম জামাল হোসেন। তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান৷

বাংলাদেশ উইমেন অ্যাসোসিয়েশনের সভাপতি আবিদা হোসেন বলেন, প্রবাসীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সংগঠনের নিয়মিত মানবিক কার্যক্রমের অংশ হিসেবে আজকের এ আয়োজন। আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রবাসী শিক্ষার্থীদের সহযোগিতা, অসহায় প্রবাসীদের সহযোগিতা করা হয়৷

তিনি বলেন, মেডিকেল ক্যাম্প দুবাইয়ের পর আমিরাতের অন্যান্য সিটিতেও করার উদ্যোগ গ্রহণ করা হবে। বিশেষ করে নারী শ্রমিকদের জন্য বিশেষ কিছু উদ্যোগ গ্রহণের ইচ্ছে আছে৷

এ সময় উপস্থিত ছিলেন- লেবার কাউন্সিলর ফাতেমা জাহান, দূতালয়প্রধান মোজাফফর হোসেন, সংগঠনের সদস্য বাইজুন নাহার চৌধুরী, শাহীন শেফা, ফেরদৌস মল্লিক, হেলানা পারভীন, ফাহমিদা চৌধুরী শবনম আক্তারসহ সংগঠনের নারী নেত্রীরা।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102