বরগুনা সংবাদদাতা:
বরগুনার চান্দখালী-বাকেরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বুধবার থেকে ওই রুটে দূরপাল্লার পরিবহণ চলাচল করবে।বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ৩ ঘণ্টা বৈঠক শেষে মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বরগুনা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা কিসলু।
জানা যায়, মঙ্গলবার বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয় টানা তিন ঘণ্টার বৈঠকে সিদ্ধান্ত হয় বুধবার সকাল হতে ওই সড়কে দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল করবে।
এদিকে বরিশাল রুপাতলী বাস মালিক সমিতি তাদের সভার শেষে দাবি করেছেন বরিশাল সিটি মেয়র সাদিক আব্দুল্লাহর সঙ্গে একটু আলোচনা করে নেওয়ার জন্য।
সভায় বিভাগীয় কমিশনার, বরিশাল রেঞ্জ ডিআইজি, পুলিশ কমিশনার, বরগুনা জেলা প্রশাসক, পুলিশ সুপার, পটুয়াখালী জেলা প্রশাসক, পুলিশ সুপার বিআরটিএ কর্মকর্তা ও পরিবহণ মালিকরা উপস্থিত ছিলেন।