September 23, 2023, 1:19 pm
ব্রেকিং নিউজ

ময়মনসিংহে ট্রেনের বগি লাইনচ্যুত, যোগাযোগ বিচ্ছিন্ন

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Sunday, September 18, 2022
  • 71 দেখা হয়েছে

ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী নাছিরাবাদ এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ময়মনসিংহের সঙ্গে চট্টগ্রাম-নেত্রকোণা-জারিয়ার যোগাযোগ বন্ধ রয়েছে। রোববার সকাল সোয়া ৯টার দিকে ময়মনসিংহ মহানগরীর শম্ভুগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার উপ-পরিদর্শক মির্জা মোহাম্মদ মুক্তা বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী নাছিরাবাদ এক্সপ্রেস ট্রেনের মালবাহী একটি বগি শম্ভুগঞ্জ এলাকায় লাইনচ্যুত হয়েছে। তবে উদ্ধার কাজ শুরু হয়েছে।

তিনি আরও বলেন, বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন গৌরীপুর রেলওয়ে স্টেশনে ও ঢাকা থেকে ছেড়ে আসা জারিয়াগামী বলাকা এক্সপ্রেস ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে।

এর আগে শনিবার দুপুরে জারিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনের এসএলআর (মালবাহী-যাত্রীবাহী) বগি এই রুটের কেওযটখালী রেলব্রিজ এলাকায় লাইনচ্যুত হয়। পরে আড়াই ঘণ্টা চেষ্টার পর রুটটির ট্রেন যোগাযোগ সচল হয়।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102