(রাজু আহমেদ) স্টাফ রিপোর্টার রাজবাড়ী :
রাজবাড়ী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এম, এম, শাকিলুজ্জামান মহোদয় এর সার্বিক দিক নির্দেশনায় রাজবাড়ী জেলাকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদমুক্ত করাসহ অবৈধ অস্ত্র-গুলি উদ্ধারের লক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব শাহনেওয়াজ রাজু (পিপিএম, বিপিএম) স্যার এর নেতৃত্বে পাংশা মডেল থানার ইনচার্জ অফিসার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব উত্তম কুমার ঘোষ, এসআই(নিঃ)/তারিকুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় অভিযান করাকালে গোপন সংবাদের ভিত্তিতে ইং ১৪/০৯/২০২২ তারিখ রাত অনুমান ২২:১০ ঘটিকার সময় একটি স্বয়ংক্রিয় রিভলবার, ও ০৩ (তিন) রাউন্ড তাঁজা গুলিসহ আটক ১। অভি শেখ (১৭), পিতা-বাচ্চু শেখ, ২। রাসেল মিয়া(১৯) পিতা-আকু মিয়া, মাতা-মালেকা বেগম, উভয় সাং-হোসেনডাঙ্গা, থানা-পাংশা, জেলা-রাজবাড়ীদ্বয়কে গ্রেফতার করা হয়। এই সংক্রান্তে পাংশা মডেল থানার মামলা নং-১২, তারিখ- ১৫/০৯/২০২২ ইং, ধারা- 19(a) (f) ১৮৭৮ সালের অস্ত্র আইন মামলা রুজু করা হয়।