September 23, 2023, 1:22 pm
ব্রেকিং নিউজ

মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় কলেজছাত্র নিহত

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Wednesday, September 14, 2022
  • 92 দেখা হয়েছে

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি :

পাবনার ভাঙ্গুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নাইম হোসেন (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।বুধবার উপজেলার মন্ডুতোষ ইউনিয়নের টেবুনিয়া-বাঘাবাড়ি আঞ্চলিক মহাসড়কে বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাইম রাজশাহীর একটি কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র ও উপজেলার ভবানীপুর গ্রামের সিদ্দিক আলীর (কসাই) ছেলে।

স্থানীয়রা জানায়, নাইম ও তার বন্ধু শিশির মোটরসাকেলযোগে পার্শ্ববর্তী চাটমোহর উপজেলায় যাচ্ছিল। তারা উপজেলার মল্লিকচক এলাকায় পৌঁছলে একটি দ্রুতগতির ট্রাক তাদের পেছন থেকে ধাক্কা দিলে নাইম ছিটকে সড়কে পড়ে যায়।

এ সময় ট্রাকটি তার দুই পায়ের ওপর দিয়ে উঠিয়ে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গুড়া থানার ওসি ফয়সাল বিন আহসান বলেন, নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102