কক্সবাজার প্রতিনিধি
মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি নাফ নদী থেকে ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশি জেলেকে বিজিবির নিকট হস্তান্তর করেছে। বৃহম্পতিবার (৭ নভেম্বর) বিকাল ৪টায় তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে বঙ্গোপসাগরের নাফ নদীর মোহনায় মাছ শিকারের সময় গত সোমবার বিকেলে টেকনাফের শাহপরীর দ্বীপের কাছে নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে ১৫টি নৌকা ও জালসহ মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি ২০ বাংলাদেশি জেলেকে অস্ত্রের মুখে ধরে নিয়ে যায়।
টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ জানিয়েছেন, বিজিবি’র ঐকান্তিক প্রচেষ্টা ও আরাকান আর্মির সাথে কার্যকর যোগাযোগের মাধ্যমে ২০ বাংলাদেশী জেলেকে ফেরত আনা সম্ভব হয়েছে।