অনলাইন ডেস্ক:
হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে নতুন ইন্টার-অপারেবল সুবিধা। এটা ব্যবহারকারীদের জন্য যোগাযোগের অভিজ্ঞতায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে। নতুন এই সুবিধার মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা সরাসরি ফেসবুক, মেসেঞ্জার, টেলিগ্রাম এবং আইমেসেজ ব্যবহারকারীদের বার্তা পাঠাতে ও তাদের পাঠানো বার্তা পড়তে পারবেন। ফলে হোয়াটসঅ্যাপ বন্ধ না করেই অন্যান্য জনপ্রিয় অ্যাপের ব্যবহারকারীদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হবে।
হোয়াটসঅ্যাপের উন্নয়ন ও বিভিন্ন ফিচার নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউএবেটাইনফোর তথ্য অনুযায়ী, ইন্টার-অপারেবল ফিচারটি চালু হলে হোয়াটসঅ্যাপে একটি নতুন বাটন যোগ হবে। এই বাটনে ক্লিক করে হোয়াটসঅ্যাপ থেকে সরাসরি অন্যান্য অ্যাপে বার্তা পাঠানো এবং সেই প্ল্যাটফর্মের ব্যবহারকারীদের সঙ্গে চ্যাট করা সম্ভব হবে। তবে এই বার্তাগুলি হয়তো সব সময় এন্ড টু এন্ড এনক্রিপশন প্রযুক্তিতে প্রেরণ করা নাও হতে পারে। ফলে হোয়াটসঅ্যাপে আদান-প্রদান করা বার্তার মতো সম্পূর্ণ নিরাপত্তা সম্ভব নাও হতে পারে।
নতুন ফিচারটি চালু হলে হোয়াটসঅ্যাপের সেটিংসে ‘থার্ড পার্টি চ্যাট রিকোয়েস্ট’ নামে একটি অপশন দেখা যাবে। এই অপশন ব্যবহার করে, ব্যবহারকারী অন্য অ্যাপ থেকে বার্তা আদান-প্রদানের সুবিধা চালু বা বন্ধ করতে পারবেন। ফিচারটি চালু থাকলে অন্য অ্যাপ থেকে আসা বার্তা হোয়াটসঅ্যাপে একটি আলাদা ইনবক্সে জমা হবে, যা সহজেই খুঁজে পাওয়া যাবে। তবে বর্তমানে সুবিধাটি পরীক্ষামূলক অবস্থায় রয়েছে এবং প্রথমে এটি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ব্যবহারকারীদের জন্য চালু করা হবে।
বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর একক নিয়ন্ত্রণ কমিয়ে প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করতে ইউরোপীয় ইউনিয়ন সম্প্রতি ডিজিটাল মার্কেটস অ্যাক্ট নীতিমালা প্রণয়ন করেছে। এই আইন অনুসারে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর কোনো প্ল্যাটফর্মে মাসে ৪৫ মিলিয়ন বা তার বেশি ব্যবহারকারী থাকলে তাদের জন্য এ ধরনের ইন্টার-অপারেবল সুবিধা প্রদান বাধ্যতামূলক। ইউরোপীয় ইউনিয়ন মনে করে, এতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো মধ্যে ভারসাম্যপূর্ণ প্রতিযোগিতা তৈরি হবে, যা ব্যবহারকারীদের জন্য আরও সুবিধাজনক।
নতুন ফিচারটি চালু হলে, ব্যবহারকারীদের জন্য যোগাযোগের ক্ষেত্রে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।