মোঃ আবদুল মোতালেব, নোয়াখালী:
নোয়াখালীর সেনবাগ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে স্বামী - স্ত্রী ২ জনকে বিপুল পরিমাণ মাদক গাঁজা,ইয়াবা, বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ও নগদ ৬৩ হাজার টাকা সহ গ্রেফতার করেছে সেনবাগ থানার পুলিশ।
৫-ই অক্টোবর শনিবার ভোররাত থেকে সকাল ১১:০০ টা পর্যন্ত সেনবাগ থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে সেনবাগ উপজেলার কেশারপাড়া ইউনিয়নের বীরকোট গ্রামে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা,৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট, ৯ টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ও মাদক বিক্রির ৬৩ হাজার টাকাসহ
বীরকোট গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ বিল্লাল হোসেন (৪৫), ও বিল্লালের স্ত্রী আফরোজা আক্তার বকুল (৩৩)- কে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ জানায় তাদের বিরুদ্ধে মাদক বিরোধী ও বিভিন্ন অপরাধে আরো ১২ টি মামলা রয়েছে। পুলিশ বলেছে বেল্লাল ও তাহার স্ত্রী বকুল সেনবাগের বিভিন্ন এলাকা জুড়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে জড়িত তাদের বিরুদ্ধে বিচারিক আদালতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নোয়াখালীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়।